মুম্বই: মহারাষ্ট্রের সোলাপুরে অবৈধ মাটি খনন বন্ধ করতে গিয়ে প্রবল বিতর্কে জড়িয়ে পড়লেন এক তরুণী আইপিএস অফিসার। করমালা গ্রামে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছিলেন ডিএসপি অঞ্জলি কৃষ্ণা। সেই সময় এনসিপি নেতা বাবা জগতাপ ফোনে উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে তাঁকে কথা বলান। এর পরেই তৈরি হয় তুমুল তর্কবিতর্ক।
অভিযোগ, অঞ্জলি কৃষ্ণা ফোনে অজিত পওয়ারের গলা চিনতে না পেরে ফের একবার নিশ্চিত হতে চান। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন উপমুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “আমি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বলছি। অবিলম্বে অভিযান থামাও।” উত্তরে কৃষ্ণা বলেন, “আমি কিভাবে বুঝব কে কথা বলছেন? আপনি সরাসরি আমার নম্বরে ফোন করলে ভালো হয়।” এতে আরও চটে যান অজিত। “এত সাহস? আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অন্তত আমার মুখ তো চিনবেন?”—এমনই হুমকি শোনা যায় ভিডিওতে। পরে অজিত পওয়ার ভিডিও কলেও যুক্ত হন। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক বিতর্ক।
কে এই অঞ্জলি কৃষ্ণা?
কেরলের তিরুবনন্তপুরমের বাসিন্দা অঞ্জলি কৃষ্ণা ২০২২–২৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৩৫৫তম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি সোলাপুর জেলার করমালায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে কর্মরত। গণিত নিয়ে স্নাতক অঞ্জলি সেন্ট মেরি’স সেন্ট্রাল স্কুল, পুজাপ্পুরা থেকে স্কুলিং শেষ করেন। সততা, নিষ্ঠা ও তীক্ষ্ণ প্রশাসনিক দক্ষতার জন্য তিনি আগেই নজর কেড়েছিলেন। তাঁর বাবা ব্যবসায়ী, মা স্থানীয় আদালতে টাইপিস্ট হিসাবে কাজ করেন।
কী ঘটেছিল সেদিন? Who Is DSP Anjali Krishna
গ্রামে অবৈধভাবে লাল মাটি (মুরুম) খননকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন অঞ্জলি। সেই সময় এনসিপি নেতা বাবা জগতাপ তাঁকে অভিযানের কাজ থামাতে বলেন এবং অজিত পওয়ারকে ফোনে ধরেন। তখনই তৈরি হয় এই চাঞ্চল্যকর পরিস্থিতি।
ঘটনার জেরে কুর্দুয়াড়ি থানায় ১০–১৫ জন এনসিপি কর্মীর বিরুদ্ধে সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন বাবা জগতাপও।
অজিত পওয়ারের সাফাই
প্রচণ্ড সমালোচনার মুখে অজিত পওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তাঁর উদ্দেশ্য কোনওভাবেই পুলিশি কাজে হস্তক্ষেপ নয়, বরং পরিস্থিতি যাতে না উত্তপ্ত হয় সেটাই তিনি চেয়েছিলেন। “অবৈধ বালিখনন হোক বা অন্য যে কোনও অনিয়ম, আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতিবদ্ধ।”
এনসিপি-র পাল্টা যুক্তি
এদিকে রাজ্য এনসিপি সভাপতি সুনীল টাটকরে দাবি করেন, ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে। তাঁর কথায়, “অজিত দাদা হয়তো কর্মীদের শান্ত করতে ওইভাবে বলেছেন। কিন্তু সম্পূর্ণ পুলিশি অভিযান থামানোর উদ্দেশ্য তাঁর ছিল না।”
Bharat: A young female IPS officer, Anjali Krishna, is at the center of a major controversy in Maharashtra after she confronted Deputy Chief Minister Ajit Pawar over illegal sand mining. The DSP, who was investigating in Karmala village, faced a heated argument with Pawar, who demanded she halt her operation.