Gujarat: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নমাজ পড়ার সময়ে একাধিক পড়ুয়ার ওপর হামলার অভিযোগ

এবার এক নক্ক্যারজনক ঘটনা ঘটে গেল দেশে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নমাজ পড়ার সময়ে বেশ কিছু পড়ুয়ার ওপর হামলা চালানোর অভিযোগ উঠল। গুজরাট বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হলেন বেশ…

এবার এক নক্ক্যারজনক ঘটনা ঘটে গেল দেশে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নমাজ পড়ার সময়ে বেশ কিছু পড়ুয়ার ওপর হামলা চালানোর অভিযোগ উঠল। গুজরাট বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হলেন বেশ কিছু বিদেশি পড়ুয়ারা। ঘটনাকে ঘিরে রাজ্যে (Gujarat) চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisements

আফগানিস্তান ও উজবেকিস্তান থেকে আসা বিদেশী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের এ ব্লক ক্যাম্পাসে কিছু লোকের দ্বারা আক্রান্ত হয়েছিল। নমাজ পড়ার কারণে এসব শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। শিক্ষার্থীরা যখন নামাজ পড়ছিলেন তখন এ হামলা চালানো হয়। গভীর রাতের এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা সিসিটিভি ক্যামেরায় পড়ুয়াদের লাঠিসোটা নিয়ে হামলা ও গাড়ি ভাঙচুরের দৃশ্য ধরা পড়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক ইমরান খেড়াওয়ালা, প্রাক্তন বিধায়ক গিয়াসুদ্দিন শেখ-সহ নেতৃবৃন্দ।

Advertisements

আহত ছাত্রদের চিকিৎসার জন্য এসভিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন ছাত্র। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিও এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভির সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার।