৪০০ পারের কথা বলে ভোটে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হল না। ৪০০ থেকে অনেক দূরেই থেমেছে বিজেপি তথা এনডিএ। শেষপর্যন্ত মহ্গলবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লোকসভা ভোটের ফলাফল নিয়ে লিখলেন নরেন্দ্র মোদী।
মোদী লেখেন, ‘মানুষ এনডিএর প্রতি তাঁদের আস্থা রেখেছেন। তৃতীয়বারের জন্য তারা আস্থা রেখেছেন। এটা ভারতের ইতিহাসে ঐতিহাসিক পদক্ষেপ। আমি জনতা জনার্দনের কাছে নতমস্তকে এই ভালোবাসার জন্য প্রণাম করছি। আমরা নিশ্চিত করছি গত এক দশক ধরে যে কাজ করে এসেছি তা চালিয়ে নিয়ে যাব। আমাদের সমস্ত কার্যকর্তাদের স্যালুট করছি তাদের কঠিন পরিশ্রমের জন্য। আপনারা যে প্রচেষ্টা চালিয়েছেন তার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়।’
People have placed their faith in NDA, for a third consecutive time! This is a historical feat in India’s history.
I bow to the Janata Janardan for this affection and assure them that we will continue the good work done in the last decade to keep fulfilling the aspirations of…
— Narendra Modi (@narendramodi) June 4, 2024
পাশাপাশি ওডিশা ও অন্ধ্রপ্রদেশে বিজেপির ভালো ফল নিয়েও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
গত পাঁচ বছরে তিন তালাক রদ থেকে সিএএ কার্যকর, রামমন্দিরের সূচনা সহ একাধিক প্রতিশ্রুতি কার্যকর করেছে বিজেপি। দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। জেলে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপি বিরোধী রাজ্য সরকারের একাধিক মন্ত্রী। এসবের মধ্যেই মোদীর গ্যারান্টির কথা বলে গোটা দেশ জুড়ে সভায় ঝড় তুলেছিলেন প্রধানমন্ত্রী। স্থির করেছিলেন ৪০০ পার করার টার্গেট।
বিজেপিকে টার্গেট করে ‘রাজনৈতিক বদলা’র হুমকি মমতার
এক্সিট পোলের হিসাবেও দেখানো হচ্ছিল বিজেপির বিপুল জয়ের খবর। চাপে পড়েছিল বিরোধীরা। কিন্তু ভোট গণনা শেষ হতেই দেখা যায় যে, যতগুলি আসন বৃদ্ধির কথা বলেছিল বিজেপি ততটা বাড়েনি। একাধিক হেভিওয়েট পরাজিত হয়েছেন।
উত্তরপ্রদেশে দ্বিতীয় স্থানে চলে গিয়েছে বিজেপি। মোদী তাঁর নিজের কেন্দ্র বারাণসীতেও ভোট শতাংশ বৃদ্ধি করতে পারেননি। সব মিলিয়ে জিতলেও দেশ জুড়ে কোথায় ফিকে মোদী ম্যাজিক। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। সব মিলিয়ে কতটা চাপে আছে বিজেপি তা নিয়েও নানা চর্চা চলছে।