কবে মুক্তি পাচ্ছে ‘মনোহর পাণ্ডে’? জানালেন কৌশিক গাঙ্গুলী

২০২০-২০২১ সালে যখন সারা বিশ্ব ছিল অতিমারীর কোপে তখন প্রযোজক সুরিন্দর ফিল্মস এর আগ্রহে কৌশিক গাঙ্গুলি (Kaushik Ganguly) তৈরী করেছিলেন তার প্রথম হিন্দি ছবি ‘মনোহর…

kaushik ganguly

২০২০-২০২১ সালে যখন সারা বিশ্ব ছিল অতিমারীর কোপে তখন প্রযোজক সুরিন্দর ফিল্মস এর আগ্রহে কৌশিক গাঙ্গুলি (Kaushik Ganguly) তৈরী করেছিলেন তার প্রথম হিন্দি ছবি ‘মনোহর পাণ্ডে’। (Manohar Pande) অভিনয় করেছিলেন রঘুবীর যাদব (Raghubir Yadav), সুপ্রিয়া পাঠক কপূর, সৌরভ শুক্লার (Saurabh Shukla) এর মতো শিল্পীরা।

এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু ছিল কলকাতা, মধ্য কলকাতা, নৈহাটি, টিটাগড় অঞ্চলে দীর্ঘদিন ধরে বাস করা হিন্দিভাষীদের জীবনের ওপর অতিমারীর প্রভাব। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করার কথা ছিল সুদীপ্তা চক্রবর্তীর। (Sudipta Chakraborty) এই ছবির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। (Jeet Ganguly) শোনা যাচ্ছে এই চলচ্চিত্রটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ওটিটিতে। (OTT)

   

অনেকদিন শুটিং বন্ধ থাকার ফলে মুক্তি আটকে যায় ছবিটির। একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে খুব শীঘ্রই বাকি অংশের শুটিং শেষ করবেন নির্মাতারা। কৌশিক গাঙ্গুলি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে এই মুহূর্তে শুটিং শুরুর কোনও পরিকল্পনা নেই তাদের। তবে এ বছরই ছবির কাজ শেষ করার চেষ্টা চলছে। ওটিটি মুক্তির সম্ভনার কথাও নস্যাৎ করে দেন তিনি।

তবে তিনি জানিয়েছেন উপযুক্ত সময়ে শুটিং সম্পন্ন করবেন তারা। তিনি আরও বলেন যে বলিউডে আত্মপ্রকাশের জন্য নয়, বরং জাতীয় স্তরে বাংলার গল্পকে পৌঁছনোর জন্যই হিন্দি ভাষাকে বেছে নিয়েছেন তিনি।পরিচালকের কথা অনুযায়ী ২০২৫ সালে মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে ছবিটির।