বিরাট অভিযোগ মমতার, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট

বিরোধী-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র তিনিই (Mamata Banerjee) নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন। কিন্তু বক্তব্য রাখার সময় বন্ধ করে দেওয়া হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

বিরোধী-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র তিনিই (Mamata Banerjee) নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন। কিন্তু বক্তব্য রাখার সময় বন্ধ করে দেওয়া হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক। আর তাই বৈঠক বয়কট করলেন মমতা। মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন তৃণমূল সুপ্রিমো। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

   

মমতার অভিযোগ, বিজেপি এবং তার শরিক দলগুলির মুখ্যমন্ত্রীদের বলার জন্য অনেক সময় দেওয়া হলেও তাঁকে বলতে দেওয়া হয়নি। পরিকল্পনা করে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। মমতার কথায়, অনেক কিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি। পাঁচ মিনিট বক্তব্য রাখার পরই ওখান থেকে আমার মাইক ইচ্ছা করে বন্ধ করে দেওয়া হয়।

মমতা বলেন, তেলুগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ২০ মিনিট বলতে দেওয়া হয়েছে। অসম, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদেরও যথেষ্ঠ সময় দেওয়া হয়েছে। অথচ আমি বলা শুরু করার কিছুক্ষণের মধ্যেই মাইক বন্ধ করে দেওয়া হয়। আমরা কেন্দ্রের কাছ থেকে ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই। কিন্তু বাজেটে তা নিয়ে কিছু বলা হয়নি। একথা বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয়।

গত পাঁচ বছরে বিদেশে ভারতীয় পড়ুয়ার প্রাণহানির পরিসংখ্যানে হাড়হিম! তালিকায় শীর্ষে কোন দেশ?

তৃণমূল সুপ্রিমোর কথায়, বিরোধী দলের কেউ বৈঠকে যোগ দেয়নি। আমি বৃহত্তর স্বার্থের কথা ভেবে বৈঠকে যোগ দিয়েছিলাম। রাজ্যগুলোর স্বার্থে একা এসেছি। বাজেটে বঞ্চনা করেছেন এটা বলেছি। সমস্ত প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বিরোধীদের কোনও সুযোগ দেন না ওরা। 

এভাবে মাইক বন্ধ করে দেওয়া মানে গণতন্ত্রের কণ্ঠরোধ, এমনটাই অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই। বছরের পর বছর ধরে সেই টাকা আটকে রাখা হয়েছে। সমস্ত আঞ্চলিক দলগুলিকে অপমান করা হয়েছে।

Indian Railways: অদ্ভূত, ভারতীয় রেলের এই স্টেশনে ট্রেন থামে বছরে মাত্র ১৫ দিন!

প্রসঙ্গত, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ৭ জন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে বৈঠক বয়কট করেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে রাইসিনা হাজির হয়েছিলেন। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে অবশ্য বৈঠক শুরু কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসেন মমতা। বলেন, মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে।