শিয়রে দুর্যোগ, ভারী বৃষ্টিতে আগামী ৪৮ ঘন্টায় সব ভেসে যাওয়ার শঙ্কা

বর্ষা শুরু হতেই উত্তরাখণ্ডে বিপর্যয়। বর্ষার প্রথম বৃষ্টিতেই গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা। পাহাড় থেকে সমতল- সর্বত্র শুধু অতি বৃষ্টিতে ভূমিধসের ছবি। পাহাড়ে অবিরাম বর্ষণে…

weather update landslide mori uttarkashi red alert rain , উত্তরকাশীতে বারীত বৃষ্টির জেরে ভূমিধস

বর্ষা শুরু হতেই উত্তরাখণ্ডে বিপর্যয়। বর্ষার প্রথম বৃষ্টিতেই গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা। পাহাড় থেকে সমতল- সর্বত্র শুধু অতি বৃষ্টিতে ভূমিধসের ছবি। পাহাড়ে অবিরাম বর্ষণে রাজ্যের সব নদ-নদীর জল ছাপিয়ে গিয়েছে। বদ্রীনাথের অলকানন্দা নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। গঙ্গোত্রীতে ভাগীরথী নদীর জলস্তরও ক্রমাগত ঊর্ধ্বমুখী।

উত্তরকাশীতে লাগাতার বৃষ্টি বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে এখন ময়লা-আবর্জনা রাস্তায় আসতে শুরু করেছে। পাশাপাশি ঘটছে ভূমিধসের ঘটনাও। মরিতে বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত। মরি তহসিলে রাত থেকে ভারী বৃষ্টির কারণে খরসাদীর কাছে টুনি-পুরলা-নৌগাঁও সড়ক বন্ধ হয়ে গিয়েছে।

   

প্রশ্নফাঁসের জের, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET-এর কাউন্সেলিং

টানা বর্ষণে খরসাদীতে রাস্তা ভেঙে গিয়েছে। কোথাও সড়কের পিচ উঠে গিয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ি। পূর্ত দফতর আধিকারিকদের মতে, দ্রুত রাস্তার মেরামতির কাজ হবে। বর্তমানে ভাঙা রাস্তা থেকে আবর্জনা সরানোর কাজ চলছে।

আগামী আরও দু’দিন ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কুমায়ুনে ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং আবহাওয়া দফতরের সতর্কবার্তার পরে, কুমাওঁ ডিএম বহু জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ২ দিনের ছুটি ঘোষণা করেছে।

পঞ্চায়েত পারেনি, শেষ পর্যন্ত ‘গোয়েন্দাগিরি’ করল মোষ! হল চুরির কিনারা

গাড়ওয়ালে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মানুষকে পাহাড়ে ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে। নদীর কাছাকাছি বসবাসকারীদেরও নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজ্যে ভারী বর্ষণের ফলে সমস্ত নদী ও নিকাশি নালার জলস্তর দ্রুত বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।