“আমরা জীবিত”, বললেন বিহারের ৫ ‘মৃত ভোটার’!

পাটনা: নির্বাচনে (Bihar Assembly Election) বাকি এক মাসেরও কম সময়। তার আগে “আমরা জীবিত” বলে জানালেন বিহারের ৫ জন ‘মৃত ভোটার’। বিহারের বাস্তার গ্রামের ধোরাইয়া…

পাটনা: নির্বাচনে (Bihar Assembly Election) বাকি এক মাসেরও কম সময়। তার আগে “আমরা জীবিত” বলে জানালেন বিহারের ৫ জন ‘মৃত ভোটার’। বিহারের বাস্তার গ্রামের ধোরাইয়া ব্লকের ঘটনা। খসড়া ভোটার তালিকায় (Draft Voter List) মোহন সাহ (দাগ নম্বর ২), সঞ্জয় যাদব (দাগ নম্বর ১৭৫), রামরূপ যাদব (দাগ নম্বর ২১১), নরেন্দ্র কুমার দাস (দাগ নম্বর ৩৬৪) এবং বিশ্নভার প্রসাদ (দাগ নম্বর ৩৮০) ‘মৃত’ ভোটাররা নিজেদের জীবিত প্রমাণ করতে ছুটলেন বিডিও অরবিন্দ কুমারের কাছে।

Advertisements

জানা গিয়েছে, বাস্তার গ্রামের ২১৬ নম্বর বুথের ভোটার তাঁরা। নিজেদের ভোটারাধিকার রক্ষার্থে সমাজকর্মী ইন্দ্রদেব মন্ডলের সাহায্যে বিডিওর (BDO) দ্বারস্থ হন ওই ৫ জন। ৬ নম্বর ফর্ম পূরণ কোরে নিজেদের নাম পুনরায় নথিভুক্ত করার পরামর্শ দেন বিডিও অরবিন্দ কুমার। সেইসঙ্গে ত্রুটিপূরণে সত্বর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। বিডিও বলেন, কারও ভোটারাধিকার কেড়ে নেওয়া হবে না।

Advertisements

প্রসঙ্গত, এর আগে চম্পারনের বাগাহি পঞ্চায়েতের দুমড়ি গ্রামের ১৫ জন ভোটারকে ‘মৃত’ বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। অন্যদিকে, ২০১৮ সালে মৃত সোনিয়া শরণ, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মৃত তাঁর পুত্র মানিত মানির নাম ভোটার তালিকায় পাওয়া যায়। এমনকি ২০১৬ সালের আগে মৃতদের নামও ভোটার তালিকায় থাকার ঘটনাও সামনে আসে।

আসন্ন বিহার ভোটে উত্তেজনা বাড়িয়েছে SIR

প্রসঙ্গত, ভোটমুখী বিহার দিয়েই শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR)। মানুষের ভোটারাধিকারের মত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল কাজের ক্ষেত্রে খুবই হঠকারিতার সঙ্গে বিহাররে এসআইআর হয়েছে বলে বিতর্ক অব্যাহত। একদিকে, নিবিড় সংশোধনের নামে তালিকা থেকে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হয়েছে বলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল-তেজস্বীরা।

অন্যদিকে, অনুপ্রবেশকারী-মুক্ত নির্বাচন করতে এসআইআর আবশ্যিক বলে নিজেদের অবস্থানে অনড় থেকেছে বিজেপি। তবে বিহারের এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কংগ্রেস এবং বিজেপি উভয়ের দাবিই কার্যত ব্যর্থ হয়েছে। একদিকে, যেমন ‘সংখ্যালঘুদের’-কেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এমনটা বলতে পারছে না কংগ্রেস। অন্যদিকে, ‘অনুপ্রবেশকারী’-দেরকেই বাদ দেওয়া হচ্ছে বলে দাবী করতে পারছে না বিজেপি।

বিহারের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের (Final Voter List) সংখ্যা দাঁড়িয়েছে ৭.৪২ কোটি জন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (Election Commission) কর্তৃক এসআইআর ‘বাঞ্ছনীয় ছিল’ বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। ২০২৫ বিধানসভা নির্বাচনে বিহারের মোট ২৪৩ টি আসনে ২ দফায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ৬ এবং ১১ নভেম্বর ভোটগ্রহণ এবং ১৪ নভেম্বর গণনার দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।