বিনামূল্যে জলখাবার পাচ্ছেন ভোটাররা, জানুন কোথায়

সোমবার সাত সকাল থেকেই শুরু হয়েছে ভোট। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকার পর বুথে বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। এদিকে সকাল সকাল ভোট দেওয়ার জন্য অনেকেই আছেন না খেয়ে রয়েছেন। আর এই দেখে বড় কান্ড করলেন এক দোকানদার। মধ্যপ্রদেশের ইন্দোর (Indore) বিখ্যাত ‘৫৬ দুকান’ রেস্তোঁরায় ভোটারদের বিনামূল্যে প্রাতঃরাশ এবং আইসক্রিম বিতরণ করা হচ্ছে।

এদিকে ভোট দিতে এসে বিনামূল্যে প্রাতঃরাশ এবং আইসক্রিম পেতে কার না ভালো লাগবে। ফলে খবর চাউর হতেই দোকানে ভোটারদের ভিড় রীতিমতো উপচে পড়ছে। আইসক্রিম বিক্রেতা কৈলাশ রিজওয়ানি বলেন, ‘৫৬ দুকান (56 Dukan) সব ভোটারকে আইসক্রিম দিচ্ছে। আমরা বিনামূল্যে আইসক্রিম দিচ্ছি না। আমরা দেশ এবং ইন্দোর শহর থেকে যা উপার্জন করেছি তা ফিরিয়ে দিচ্ছি। আমরা সেই ভোটারদের প্রণাম জানাই যারা খুব ভোরে ঘুম থেকে উঠে বেরিয়ে এসে গণতন্ত্রের পক্ষে ভোট দেয়। সকালে ভোট দেওয়ার জন্য আমি সবাইকে সম্মান ও ধন্যবাদ জানাই।’

   

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন