অক্ষয় তৃতীয়ায় মন্দিরে উপচে পড়া ভিড়ে বিপর্যয়, দেওয়াল ধসে মৃত ৭

বিশাখাপত্তনম: অক্ষয় তৃতীয়ার সকালে মহাবিপদ৷ ভক্তদের উপর ভেঙে পড়ল মন্দিরের দেওয়াল৷ বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে চন্দনোৎসব চলাকালীন এই ভয়াবহ…

Visakhapatnam temple collapse

বিশাখাপত্তনম: অক্ষয় তৃতীয়ার সকালে মহাবিপদ৷ ভক্তদের উপর ভেঙে পড়ল মন্দিরের দেওয়াল৷ বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে চন্দনোৎসব চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু ভক্ত।

মন্দিরে সাড়ম্বরে পালিত হচ্ছিল চন্দনোৎসব 

আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দিরে সাড়ম্বরে চন্দনোৎসব পালিত হচ্ছিল। বুধবার ভোররাতে, আনুমানিক ৩.৩০ থেকে ৪ টের মধ্যে মন্দিরের প্রায় ২০ ফুট লম্বা একটি দেওয়াল ধসে পড়ে। তখন মন্দিরে বহু ভক্ত উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পরে তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করে এসডিআরএফ ও এনডিআরএফ-এর জওয়ানরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।

   

এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু Visakhapatnam temple collapse

এসডিআরএফ-এর এক জওয়ান জানান, “এই ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই।” জানা গিয়েছে, দুর্ঘটনার কিছু সময় আগে এলাকায় বৃষ্টি হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান, টানা বৃষ্টির ফলে মন্দিরের প্রাচীর দুর্বল হয়ে পড়েছিল এবং তার জেরেই এই দুর্ঘটনা।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মন্ত্রী বাংলাপুড়ি অনিতা। তিনি বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সরকার দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।” এই ঘটনায় গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। তবে, এই দুর্ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপত্যের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে।

Advertisements

Bharat: Tragic temple wall collapse in Visakhapatnam during Akshaya Tritiya Chandanotsavam kills at least 7 devotees, injures many. Heavy rain may have weakened the structure. Rescue operations underway.