Manipur Violence: নববর্ষের রাতে রক্তাক্ত বিজেপি শাসিত মণিপুর, গুলিতে নিহত একাধিক

ফের রক্তাক্ত মণিপুর (Manipur)। গুলি করে একাধিক জনকে খুন করা হলো।  গুলিবিদ্ধ আরও অনেকে। বিজেপি শাসিত এই রাজ্যে নতুন বছরের প্রথম দিনই জঙ্গি হামলার পাশাপাশি…

Three more bodies recovered, Manipur Violence over six bodies found in two days

ফের রক্তাক্ত মণিপুর (Manipur)। গুলি করে একাধিক জনকে খুন করা হলো।  গুলিবিদ্ধ আরও অনেকে। বিজেপি শাসিত এই রাজ্যে নতুন বছরের প্রথম দিনই জঙ্গি হামলার পাশাপাশি জাতিগত সংঘর্ষে নিহত কমপক্ষে চার জন। রাজ্য জুড়ে জারি সতর্কতা। 2024 সালের প্রথম দিনে মণিপুর কাঁপিয়েছে এই হত্যাকাণ্ড।

ঘটনাটি লিলং চিংজাওতে ঘটেছে বলে জানা গেছে যেখানে সশস্ত্র দুর্বৃত্তরা আচমকা গুলি চালায় যার ফলে চারজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবরে বলা হয়েছে, হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরে চারটি গাড়িতে করে এসে লোকজনের ওপর গুলি চালায়।

ঘটনাটির পরে দুটি গাড়ি বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়।এদিকে, হত্যা কাণ্ডের পরিপ্রেক্ষিতে উপত্যকার সমস্ত জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংবেদনশীল জায়গায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে যেখানে সমস্যা হতে পারে বলে জানা গেছে। এই ঘটনার পর রাজ্যের রাজধানী ইম্ফলেও উত্তেজনা বেড়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

Advertisements

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যে শান্তির জন্য আবেদন করেছেন এবং জনগণকে আইন হাতে না নেওয়া এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য বলেছেন। দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ রাজ্যের থৌবল জেলা জাতিগত সংঘর্ষে গতবছর থেকে বারবার শিরোনামে এসেছিল। সেখানেই নতুন বছরে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড ঘটেছে। আবার লাগাতার ৭২ ঘণ্টা ধরে বারে বারে জঙ্গি হামলা চলছে রাজ্যের অন্যতম মোরে শহরে। মোরে শহরটি ভারত-মায়ানমারের লাগোয়া। সীমান্তের অপর দিকে আছে টামু শহর। দুদিকেই যাতায়াত চলে। তবে গত তিন দিন ধরে বারবার জঙ্গি হামলায় প্রবল উত্তপ্ত মোরে শহর। বাসিন্দারা আতঙ্কিত।