গ্রামে ঘুরছে তিনটে বাঘ, বাসিন্দারা ঘরে কাঁপছেন

রাস্তায় দাঁড়িয়েছিল মুশকো একটা বাঘ। রবিবার রাত থেকে বাঘ ঘুরছে। সোমবার সকালে আরো দুটো বাঘ এসেছে! সবমিলে তিনটি বাঘ গ্রামে! আর গ্রামবাসী ঘরে বন্দি। অভিযোগ,…

Tiger found in tripura

রাস্তায় দাঁড়িয়েছিল মুশকো একটা বাঘ। রবিবার রাত থেকে বাঘ ঘুরছে। সোমবার সকালে আরো দুটো বাঘ এসেছে! সবমিলে তিনটি বাঘ গ্রামে! আর গ্রামবাসী ঘরে বন্দি। অভিযোগ, বাঘের খবর পেয়েও বনবিভাগ কর্মীরা তেমন সক্রিয় নয়। চরম আতঙ্ক।

আরজি কর কাণ্ডের এক মাস, প্রতিবাদে ফের পথে ‘হলুদ-মেরুন’ ভিড়

   

তিনটি বাঘের আনাগোনায় আতঙ্কিত উত্তর ত্রিপুরা (Tripura) জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকার। এখানকার মধ্য রাজনগরে তিনটি বাঘ দেখা গেছে বলে এলাকাবাসী জানাচ্ছেন। তারা বলছেন রাতে বাড়ির আসে পাশে ঘুরছে বাঘ। দিনে বাঘগুলো স্থানীয় ধান জমির ভিতরে ঢুকে থাকছে।

পদত্যাগ করতে চান বিনীত গোয়েল? বিস্তারিত জানালেন মমতা

রবিবার রাতে ধর্মনগর থেকে বাড়ি ফিরছিলেন নূর আহমেদ নামে এক ব্যক্তি। তখন গভীর রাত। তিনি গাড়ির হেড লাইটের আলোয় দেখতে পান রাস্তার উপর একটি বাঘ দা়ঁড়িয়ে। আলো দেখে বাঘটি এগিয়ে আসেনি। নূর আহমেদ মোবাইলে সেই ছবি তুলে নেন। তিনি দ্রুত পরিচিতদের ফোন করে বাঘের ঢুকেছে বলে জানান।
সোমবার সকালে বাঘের আতঙ্ক আরও বাড়ে। ভোরের দিকে স্থানীয় বিদ্যালয়ের পাশে দুটি বাঘ দেখা যায় বলে কয়েকজন জানান। তারা বলেন, একটি বাঘিনি আর দুটি শাবক ছিল। তিনটি বাঘ ধান জমিতে ঢুকে পড়ে। বিদ্যালয়ের পাশে কাদা মাটির মধ্যে থাবার ছাপ মিলেছে।

বিপাকে ট্রুডো, জোট ছাড়ল ভারতের ‘টার্গেট’ খালিস্তানপন্থী জগমিত সিং

এলাকাবাসী বলছেন, আগেও এই এলাকায় বাঘ এসেছে। গতবছরও বাঘ এসেছিল। স্থানীয় জঙ্গলে বাঘের আনাগোনা আছে। তবে বনবিভাগ কেন উদাসীন তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাস। বাঘের হামলায় কদমতলা কুর্তির মধ্য রাজনগরে প্রাণহানির আশঙ্কা ছড়িয়েছে।