MGNREGA বাতিলের পথে কেন্দ্র, নতুন গ্রামীণ কর্মসংস্থান বিল আনছে সরকার

Viksit Bharat Rozgar Mission VB-G RAM G

নয়াদিল্লি: গ্রামীণ ভারতের কর্মসংস্থান ক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। একটি নতুন বিলের মাধ্যমে বহুল প্রচলিত মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA) বাতিল করে নতুন আইন, ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) (VB-G RAM G)’ আনতে চলেছে সরকার। এই বিলটি সোমবার লোকসভার সদস্যদের মধ্যে বিলি করা হয়েছে।

আইনের লক্ষ্য ও নামের পরিবর্তন

নতুন বিলের মূল উদ্দেশ্য হলো, ২০০৫ সালের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA)-কে বিলুপ্ত করে তার জায়গায় এক নতুন ও বৃহৎ লক্ষ্যযুক্ত আইন প্রতিষ্ঠা করা। পুরোনো MGNREGA-এর প্রধান লক্ষ্য ছিল কেবল গ্রামীণ জীবিকা নিরাপত্তা নিশ্চিত করা। এর বিপরীতে, নতুন আইনের পুরো নাম ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’। এই নতুন আইনটির লক্ষ্য হলো, ‘বিকশিত ভারত @২০৪৭’-এর জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের গ্রামীণ উন্নয়ন কাঠামোকে নতুন করে সাজানো এবং গ্রামীণ অর্থনীতিতে বৃহত্তর সমৃদ্ধি ও স্থিতিস্থাপকতা নিয়ে আসা।

   

কর্মদিবসের আইনি নিশ্চয়তা বৃদ্ধি

MGNREGA-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল গ্রামীণ পরিবারগুলিকে প্রতি বছর ১০০ দিনের মজুরিযুক্ত কাজের আইনি গ্যারান্টি দেওয়া। তবে নতুন VB-G RAM G বিল সেই নিশ্চয়তাকে আরও এক ধাপ বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব করেছে। এর অর্থ, যে সমস্ত গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা অদক্ষ কায়িক শ্রমের জন্য স্বেচ্ছায় এগিয়ে আসবেন, তাঁরা প্রতি আর্থিক বছরে অতিরিক্ত ২৫ দিন অর্থাৎ মোট ১২৫ দিনের কাজের নিশ্চয়তা পাবেন।

উদ্দেশ্য ও ফোকাসের পুনর্বিন্যাস

নতুন বিলটি কেবল কাজের দিন সংখ্যা বাড়াচ্ছে না, এটি গ্রামীণ উন্নয়নের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে একীভূত (Convergence) করার উপর জোর দিচ্ছে। এটি স্পষ্ট করে জানিয়েছে যে, নতুন আইনটি গ্রামীণ ভারতে ক্ষমতায়ন, বৃদ্ধি, অভিসার এবং পরিপূর্ণতা (Empowerment, Growth, Convergence, and Saturation) নিশ্চিত করতে চাইছে। এটি কেবল কর্মসংস্থান সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ না থেকে গ্রামীণ অঞ্চলে বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি আনার উপর নজর দেবে। নতুন আইনটির প্রস্তাবিত সংক্ষিপ্ত নাম হবে VB-G RAM G।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন