Vikram Misri: ভারতের নতুন ডেপুটি NSA বিক্রম মিস্রি

নিউজ ডেস্ক : দেশের নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর (Deputy National Security Advisor) নিযুক্ত হলেন বিক্রম মিস্রি (Vikram Misri)। একসময় তিনি চীনে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ফরেন সার্ভিসেসের এই আধিকারিক গত ১১ ডিসেম্বর পর্যন্ত চীনে ভারতীয় দূত ছিলেন।  

Advertisements

ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের কূটনীতিক তিনি। বিক্রম ২০১৯-এ বেজিং এ রাষ্ট্রদূত হিসেবে যান। চীনের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন প্রদীপ কুমার রাওয়াত। আর তারপরই মিস্রিকে নতুন দায়িত্ব দেওয়া হল। এর আগে উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলেছেন পঙ্কজ শরণ। শুধু চীন নয়, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার মতো দেশেও কূটনীতিক হিসেবে দায়িত্ব সামলেছেন বিক্রম মিস্রি। দায়িত্ব সামলেছেন প্রধানমন্ত্রী দফতরেও।

   

২০১৪ সালের মে মাস থেকে জুলাই পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। তারও আগে ২ বছর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০১২-র অক্টোবর থেকে ২০১৪-র মে মাস পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন। মায়ানমার ও স্পেনে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

Advertisements

তবে প্রথম জীবনে তিনি বেশ কিছুদিন বিজ্ঞাপন জগতে কাজ করেছেন। বিজ্ঞাপন বানানোর কাজেও যুক্ত ছিলেন। এবার তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে মোদী সরকার।