মালিয়াকে কারাদন্ডের সাজা শোনাল আদালত

আদালত অবমাননার দায়ে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার ৪ মাসের জেলের সাজা ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে ২০১৭ সালে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে তাকে ২,০০০ টাকা জরিমানা করেছে।

মালিয়ার বিরুদ্ধে অভিযোগ যে তিনি আদালতের নির্দেশ অমান্য করে তার সন্তানদের অ্যাকাউন্টে ৪০ মিলিয়ন ডলার স্থানান্তরের তথ্য আটকে রেখেছেন। শীর্ষ আদালত মালিয়াকে সুদের সঙ্গে এই পরিমাণ অর্থ জমা দিতে বলেছে, যা ব্যর্থ হলে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

   

মালিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই তাঁর বর্তমানে বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯,০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। ২০১৬ সালের মার্চ মাসে মালিয়া দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন