Amarnath Yatra: মৃত্যু মিছিলের মাঝেই ফের শুরু হল অমরনাথ যাত্রা

অমরনাথ যাত্রা (Amarnath Yatra) শুরু হওয়ার কয়েকদিনের মাথায় মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয় ১৬ জনের। এখনো অবধি নিখোঁজ রয়েছেন একাধিক মানুষ। এহেন অবস্থায় অমরনাথ যাত্রা…

অমরনাথ যাত্রা (Amarnath Yatra) শুরু হওয়ার কয়েকদিনের মাথায় মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয় ১৬ জনের। এখনো অবধি নিখোঁজ রয়েছেন একাধিক মানুষ। এহেন অবস্থায় অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছিল প্রশাসন। তবে সোমবার থেকে ফের শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।

খারাপ আবহাওয়ার কারণে জম্মু থেকে যাত্রা স্থগিত করা হয়েছিল এবং রবিবার কোনও ব্যাচকে উপত্যকার বেস ক্যাম্পগুলিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এদিকে বেস ক্যাম্প থেকে চন্দনওয়ারি পর্যন্ত যাত্রাটি পুনরায় শুরু হবে বলে খবর। এক প্রশাসনিক করতে জানিয়েছেন, “পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের একটি নতুন দলকে পবিত্র গুহার দিকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অমরনাথ পবিত্র গুহার কাছে একটি মেঘ ভাঙা ঘটনার পর গত দুই দিন ধরে যাত্রা বন্ধ ছিল”।

সোমবার সকালে জম্মু শহরের যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা পুনরায় শুরু হয়। ৩,০১০ জন তীর্থযাত্রী ভোর সাড়ে ৪টায় পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন এবং ১,০১৬ জন তীর্থযাত্রী ভোর সাড়ে ৩টায় বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন।