স্কুল বাসের মধ্যে জমে উঠেছে ছাত্র-ছাত্রীদের মদের আসর, ভাইরাল ভিডিও

পড়াশুনোর শেষে বেশিরভাগ স্কুলের ছাত্রছাত্রীরা আজকাল স্কুলের বাসে বন্ধুবান্ধবদের সঙ্গে হৈহুল্লোড় মেতে গল্পগুজব করতে করতে বাড়ি ফেরে। কিন্তু সম্প্রতি তামিলনাড়ুর একটি স্কুলবাসের ভিতরের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখে নিজের চোখ-কানকেই যেন বিশ্বাস হয় না।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই স্কুল বাসের প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীর হাতে রয়েছে মদের বোতল। স্কুলের পোশাক পরা অবস্থাতেই বাসের মধ্যে বসে চলছে দেদার বিয়ার ও মদ্যপান। ছাত্রছাত্রীদের মধ্যেই কোনও একজন আবার ওই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়।

   

ভিডিওটি ভাইরাল হতে শুরু হয়েছে বিতর্ক। উঠেছে নিন্দার ঝড়। স্কুল কর্তৃপক্ষের নজরে এড়িয়ে কিভাবে স্কুল বাসের ভিতরে ছাত্রছাত্রীরা মদ্যপান করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু জেলায়। ওই জেলার একটি সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল বাসের মধ্যে মদ্যপান করতে করতে বাড়ি ফিরেছে বলে খবর। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা সকলেই কড়া নিন্দা করেছেন। জানা গিয়েছে, ওই স্কুল বাসটি থিরুকালুকুন্দ্রম থেকে থাচুর যাচ্ছিল।

বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশও এই ঘটনার তদন্ত করছে। শিক্ষা দফতর জানিয়েছে, ছাত্রছাত্রীরা যদি এ ধরনের আচরণ করে থাকে তবে সেটা অত্যন্ত নিন্দনীয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন