সারমেয়র চিৎকারে বিরক্ত হয়ে তার মালিককেই খুন করল এক কিশোর

এক প্রতিবেশীর সারমেয়র একটানা চিৎকার বিরক্ত হয়ে সেই প্রতিবেশীকে পিটিয়ে খুন করল এক কিশোর। মৃত ব্যক্তির নাম অশোক কুমার (৮৫)। গত শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই…

Why Do Dogs Cry In The Middle Of The Night

এক প্রতিবেশীর সারমেয়র একটানা চিৎকার বিরক্ত হয়ে সেই প্রতিবেশীকে পিটিয়ে খুন করল এক কিশোর। মৃত ব্যক্তির নাম অশোক কুমার (৮৫)। গত শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই খুনের ঘটনাটি ঘটেছে দিল্লির নজফগড়ে। অশোক কুমারের স্ত্রী মিনা ওই কিশোরের নামে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। যদিও ঘটনার পরই ওই কিশোরবাড়ি থেকে পালিয়ে যায়।ঘটনার চারদিন পর ওই কিশোর ধরা পড়ে। হোলির দিন এই ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

পুলিশ জানিয়েছে, অশোক কুমার এবং তাঁর স্ত্রী একটি পোষ্য সারমেয়কে নিয়ে নজফগড়ের নাংলি ডেইরি এলাকায় বাস করতেন। শুক্রবার রাতে প্রতিবেশী এক কিশোর হঠাৎই লোহার রড দিয়ে অশোকের পোষ্য সারমেয়েটিকে মারতে থাকে। নিজের পোষ্যকে বাঁচাতে ছুটে আসেন অশোক। এরপর ওই কিশোর লোহার রড দিয়ে অশোককেও বেধড়ক মারে। গুরুতর জখম অশোককে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রবিবার রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই কিশোর।

মৃতার স্ত্রী মিনা জানিয়েছেন, ওই কিশোরের কথাবার্তা শুনেই তাঁরা বুঝতে পারেন যে, তাঁদের পোষ্য সারমেয়র চিৎকারে সে অত্যন্ত বিরক্ত। বাড়িতে ঢুকে কোনও কথাবার্তা না বলেই সে লোহার রড দিয়ে সারমেয়টিকে মারতে শুরু করে। আদরের পোষ্যকে মারতে দেখেই তাকে বাঁচাতে ছুটে যান তাঁর স্বামী। এরপর ওই কিশোর পোষ্যটিকে ছেড়ে তাঁর স্বামীকে মারতে থাকে। রডের আঘাতে অশোক জ্ঞান হারান। এরপর পালিয়ে যায় ওই কিশোর। শেষ পর্যন্ত অবশ্য ওই কিশোর পুলিশের হাতে ধরা পড়ে। তবে নাবালক হওয়ার কারণে জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশে সে জামিন পায়।

ইতিমধ্যেই ২০ মার্চ ওই বৃদ্ধের মৃত্যু হয়। ওই বৃদ্ধের মৃত্যুর পর ২৩ মার্চ অভিযুক্ত কিশোরকে ফের নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ওই কিশোরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে।