Ghulam Nabi Azad: সব মুসলমান আগে হিন্দু ছিল বলে চাঞ্চল্যকর মন্তব্য গুলাম নবীর

কংগ্রেস ছেড়ে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি (ডিপিএপি) গঠন করা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ (Gulam Nabi Azad) একটি বড় বিবৃতি দিয়েছেন।

ghulam nabi azad

কংগ্রেস ছেড়ে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি (ডিপিএপি) গঠন করা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ (Ghulam Nabi Azad) একটি বড় বিবৃতি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আজাদের একটি ভিডিও। হিন্দু ধর্ম ইসলামের চেয়ে প্রাচীন। সব মুসলমান আগে হিন্দু ছিল। আমাদের দেশে মুসলমানরা হিন্দুদের থেকে ধর্মান্তরিত হয়ে এসেছে। কাশ্মীরের সমস্ত মুসলমান কাশ্মীরি পণ্ডিতদের থেকে ধর্মান্তরিত। সবাই হিন্দু ধর্মে জন্মেছে।

গুলাম নবি আজাদের এই ভিডিওটি জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার। আজাদ এখানে ৯ আগস্ট ভাষণ দিয়েছিলেন। ভিডিওতে আজাদকে বলতে দেখা যায়, ইসলামের জন্ম ১৫০০ বছর আগে। ভারতে কেউ বহিরাগত নয়। আমরা সবাই এই দেশের। ভারতের মুসলমানরা মূলত হিন্দু ছিল, যারা পরে ধর্মান্তরিত হয়েছিল।

আজাদ বলেন, ‘আমরা বাইরে থেকে আসিনি, এ মাটির ফসল’। শেষ হতে হবে এই মাটিতেই। তিনি বলেন, আমাদের বিজেপির কিছু নেতা বলেছেন, কেউ বাইরে থেকে এসেছে, কেউ ভিতর থেকে এসেছে। আমি বললাম, বাইরে থেকে কেউ আসেনি।

আমাদের ভারতে ইসলাম এসেছে মাত্র ১৫০০ বছর আগে। হিন্দু ধর্ম নিজেই অনেক প্রাচীন। বাকি সবাই ভারতে হিন্দু থেকে মুসলমান হয়েছে। সবাই এই ধর্মে জন্মেছে। আমাদের হিন্দু ভাইরা মরে গেলে পুড়িয়ে দেয়। এরপর দেহাবশেষ নদীতে ফেলে দেওয়া হয়। সেই জল আলাদাভাবে যায়। তারাও তা পান করে।