Wednesday, November 26, 2025
HomeBharatফ্ল্যাটে মিলল অভিনেতার মৃতদেহ, মহারাষ্ট্র পুলিশের তদন্ত

ফ্ল্যাটে মিলল অভিনেতার মৃতদেহ, মহারাষ্ট্র পুলিশের তদন্ত

চলচ্চিত্র জগতে শোকের ছায়া। শুক্রবার মারাঠি অভিনেতা রবীন্দ্র মহাজানিকে (৭৭) তার মাওয়াল তালুকার আম্বি ভিলেজে পুনের তালেগাঁও দাভাদের ভাড়া করা ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তালেগাঁও এমআইডিসি থানার সিনিয়র ইন্সপেক্টর রণজিৎ সাওয়ান্ত জানিয়েছে, চিকিৎসকরা বলেছে মহাজানি হয়তো তিন দিন আগেই মারা গিয়েছে। এরসঙ্গেই তিনি জানিয়েছেন, মহাজানি গত আট মাস একাই থাকতেন।

Advertisements

পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশের সিনিয়র ইন্সপেক্টর শিবাজি গাওয়ারে বলেছেন যে, প্রতিবেশীরা মহাজানির ফ্ল্যাট থেকে আসা একটি দুর্গন্ধ পেয়ে আন্দাজ করেছিলেন। এরপরই তারা পুলিশে খবর দেয়। গাওয়ারে জানিয়েছেন যে, পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতর থেকে মহাজানির মৃতদেহ উদ্ধার করে।

   
Advertisements

পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি তালেগাঁও দাভাদে হাসপাতালে পাঠানো হয়েছে। মহাজানি ‘মুম্বাইচা ফৌজদার’, ‘জুঞ্জ’, এবং ‘কালাত নকল’-এর মতো সিনেমায় তার ভূমিকার জন্য পরিচিত ছিলেন। তার ছেলে গশমিরও একজন অভিনেতা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments