Tomato Price: অগ্নিমূল্য টমেটো, হু হু করে দাম বাড়ল ভেজ থালির

আকাশছোঁয়া টমেটোর দাম (Soaring Tomato Prices)। দৈনন্দিন গৃহস্থের রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ উপকরণ এই টমেটো। তবে গত কয়েক সপ্তাহে বেড়ে গিয়েছে এই সবজির দাম। ৩০-৪০ টাকা…

Tomato Price: অগ্নিমূল্য টমেটো, হু হু করে দাম বাড়ল ভেজ থালির

আকাশছোঁয়া টমেটোর দাম (Soaring Tomato Prices)। দৈনন্দিন গৃহস্থের রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ উপকরণ এই টমেটো। তবে গত কয়েক সপ্তাহে বেড়ে গিয়েছে এই সবজির দাম। ৩০-৪০ টাকা কিলোর টমেটো পৌঁছেচে ১৫০-২০০ টাকা কেজি। হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আকাশছোঁয়া টমেটোর দামের প্রভাব পড়ল মধ্যবিত্তের পাতে! দেশে নিরামিষ থালির (Veg Thali) দাম বাড়ল ২৮ শতাংশ!

মাছ-মাংস শুধু নয়, এবার এক লাফে বাড়তে চলেছে নিরামিষ পদের খরচ। দেশে নিরামিষ থালির খরচ বৃদ্ধি পেল ২৮ শতাংশ। এর ফলে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। CRISIL, একটি রেটিং এজেন্সির একটি ইউনিট সোমবার একটি প্রতিবেদনে জানিয়েছে যে টমেটোর দাম বৃদ্ধির কারণে, জুনের তুলনায় জুলাই মাসে নিরামিষ থালির খরচ ২৮ শতাংশ বাড়ল।

Advertisements

আগস্টের CRISIL-এর ‘রোটি চাওয়াল রেট’- রিপোর্টে বলা হয়েছে আমিষ থালির দাম তুলনামূলকভাবে কম প্রভাবিত হয়েছে এবং একটি আমিষ থালির (Non-Veg thali) খরচ বেড়েছে মাত্র ১১ শতাংশ। টমেটোর দাম বেড়ে যাওয়ার ফলেই এই মূল্যবৃদ্ধি হয়েছে। জুনে প্রতি কেজি টমেটোর দাম ছিল ৩৩ টাকা যা জুলাইতে প্রতি কেজি ১১০ টাকায় পৌঁছয়। আগস্টের CRISIL-এর রিপোর্টে এই নিয়ে টানা তৃতীয় মাসে প্লেটের দাম বাড়ানোর কথা বলা হয়েছে।