HomeBharatUttarkhand: জেলে কী এমন হয়েছিল? মহিলা-পুরুষের মধ্যে হু হু করে ছড়িয়েছে HIV

Uttarkhand: জেলে কী এমন হয়েছিল? মহিলা-পুরুষের মধ্যে হু হু করে ছড়িয়েছে HIV

- Advertisement -

হু হু করে ছড়িয়েছে এডস। (Uttarkhand) এর হলদোয়ানি জেলে কী এমন হয়েছিল যে মহিলা-পুরুষের মধ্যে হু হু করে ছড়িয়েছে HIV? এই প্রশ্নে তীব্র অস্বস্তিতে রাজ্য সরকার। শুরু হয়েছে তদন্ত।

জানা যায় বন্দিদের মধ্যে ৪৪ জন এডস আক্রান্ত। তাদের মধ্যে মহিলা বন্দিও আছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তাদের দেহে HIV পজিটিভ ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

   

বর্তমানে ১৬০০ জনের বেশি জন পুরুষ এবং ৭০ জন মহিলা এই জেলে বন্দি। বিপুল সংখ্যক বন্দির মধ্যে এইচআইভি পজিটিভ সংক্রমণ রুখতে চলছে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সেন্টার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular