বরের মাথায় টাক দেখে ছাদনাতলা থেকে পালাল হবু কনে

ফের একবার শিরোনামে উঠে এল উন্নাও। হবু বরের মাথায় টাক, তাই তাঁকে বিয়ে করতে অস্বীকার করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar pradesh) উন্নাওতে। এই…

bride-ran-away-the-marriage-when-finding-groom-to-be-bald

ফের একবার শিরোনামে উঠে এল উন্নাও। হবু বরের মাথায় টাক, তাই তাঁকে বিয়ে করতে অস্বীকার করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar pradesh) উন্নাওতে।

এই ঘটনা আয়ুষ্মান খুরানার সিনেমা ‘বালা’র কথা মনে করিয়ে দেবে আপনাকে। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি এমন এক ব্যক্তির গল্প, যার অকালে টাক পড়ে যায় এবং বিয়ে করার জন্য তার কনের কাছ থেকে এটি লুকিয়ে রাখেন। যদিও শেষ রক্ষা হয় না, তাঁর স্ত্রী-এর সামনেই উইগটা খুলে যায়। এক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। উন্নাওয়ের এক ব্যক্তিও ঠিক একইভাবে নিজের টাক ঢাকতে পরচুলা পড়েছিলেন কিন্তু শেষ রক্ষা হয় না। কনে তার টাক সম্পর্কে জানার পরে তাকে বিয়ে করতে অস্বীকার করেছিলেন, যদিও বিয়ের অনুষ্ঠানের অর্ধেক শেষ হয়েছিল।

জানা যায়, সাতপাকে ঘোরার সময়ে ব্যক্তিটি অজ্ঞান হয়ে যান। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়তেই তাঁর পরচুলাটিও খুলে যায়। যা দেখে সকলেই তাজ্জব হয়ে যান। এদিকে হবু বরের টাক পড়েছে জানতে পেরেই বিয়ের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে অস্বীকার করেন পাত্রী।

Advertisements

কনেকে রাজি করানোর জন্য পরিবারের সদস্য এবং আত্মীয়দের প্রচেষ্টা সত্ত্বেও মেয়েটি বিয়ে করতে অস্বীকার করেন ওই পাত্রী। বিষয়টি থানা অবধিও গড়ায়, কিন্তু মেয়েটি বিয়ে করতে অস্বীকার করেন।