যোগীর শাসনে জাতীয় সঙ্গীতে কাটা গেল ‘উৎকল-বঙ্গ’, নীরব RSS

Yogi Adityanath

উত্তর প্রদেশের (UP) শিশু পড়ুয়াদের মগজ ধোলাই করছে সংঘ পরিবার এমন অভিযোগ বারবার উঠেছে। সেই রাজ্যেই সংঘ (RSS) ছত্রছায়ায় বিজেপি সরকারের আমলে পাঠ্য পুস্তকে জাতীয় সঙ্গীত (National Song) থেকে বাদ চলে গেল বঙ্গ ও উৎকল শব্দ। চরম বিতর্কের মুখে যোগী আদিত্যনাথের সরকার।

উত্তর প্রদেশে পঞ্চম শ্রেণির হিন্দি বইতে জাতীয় সঙ্গীতে ‘উৎকল ও বঙ্গ’ শব্দ দুটি বাদ পড়েছে। জাতীয় সঙ্গীত হিসেবে ছাপা হয়েছে ‘পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়…এর পর উৎকল ও বঙ্গ বাদ! তার পর আছে বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা…।

   

বিতর্ক এখানেই। সংঘ পরিবার ও বিজেপি বাঙালি বিরোধী বলে অভিযোগ আরও প্রবল হতে শুরু করেছে।

চাপের মুখে যোগী প্রশাসন জানায়, প্রকাশন সংস্থার ভুলেই এমনটা হয়েছে। সেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। জাতীয় সঙ্গীতের অবমাননা করার মামলা রুজু হয়েছে সংস্থার বিরুদ্ধে

উত্তরপ্রদেশের শিক্ষা দফতর জানাচ্ছে, প্রথমে পরিকল্পনা করা হয়েছিল ফের বই ছাপানো হবে। পরে ঠিক হয়েছে, নির্দিষ্ট ওই পাতাটি ছাপিয়ে দেওয়া হবে ছাত্রছাত্রীদের। তাতে খরচও কমবে। এখানেও বিতর্ক, পাঠ্য বইতে ভুল রেখে দিতে কেন মরিয়া বিজেপি তা নিয়েও প্রশ্ন উঠছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন