patanjali:পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ড সরকার, দেখে নিন তালিকা

আবারও খবরের শিরোনামে বাবা রামদেব! কিছুদিন আগেই পতঞ্জলির বিজ্ঞাপন নিয়ে বাবা রামদেব এবং তাঁর সংস্থাকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। এইবার পতঞ্জলির বেশ কিছু পণ্যের লাইসেন্স…

baba ramdev

short-samachar

আবারও খবরের শিরোনামে বাবা রামদেব! কিছুদিন আগেই পতঞ্জলির বিজ্ঞাপন নিয়ে বাবা রামদেব এবং তাঁর সংস্থাকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। এইবার পতঞ্জলির বেশ কিছু পণ্যের লাইসেন্স বাতিল করা হল। শুধু তাই নয়, শুধু তাই নয়, পতঞ্জলির দুই কর্তা রামদেব এবং আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি অভিযোগ। এবার কি ঘরে বাইরে প্রবল চাপের মুখে বাবা রামদেব, উঠেছে প্রশ্ন।

   

একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুসারে, বাতিল হওয়া পণ্যগুলির তালিকায় রয়েছে দৃষ্টি আই ড্রপ, শ্বাসারি গোল্ড, শ্বাসারী ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স এবং লিভোগ্রিট গোল্ড। উত্তরাখণ্ড সরকার এই পণ্যগুলির লাইসেন্স বন্ধ করে দেওয়ার দরুন প্রবল ক্ষতি এবং সমালোচনার মুখে পড়বে বাবা রামদেব।

প্রসঙ্গত পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে একটি মামলা চলছে যেখানে বার বার ভর্ৎসনা করে হয়েছে পতঞ্জিলকে, আদালতে রামদেব এবং বালকৃষ্ণ নিঃশর্ত ভাবে ক্ষমা চেয়েও রেহাই পাননি। ২৪ এপ্রিল সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জনগণের কাছে ক্ষমা চান রামদেব এবং বালকৃষ্ণ।এছাড়াও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য উত্তরাখণ্ডের লাইসেন্সিং অথারিটি ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে পতঞ্জলির বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি মামালা।