
নয়াদিল্লি: উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখা ভারতীয় পড়ুয়াদের জন্য অত্যন্ত কঠোর সতর্কতা জারি করল নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস। বুধবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাস স্পষ্ট জানিয়েছে, মার্কিন ভূখণ্ডে থাকাকালীন কোনো পড়ুয়া সে দেশের আইন লঙ্ঘন করলে বা পুলিশের হাতে গ্রেফতার হলে তাঁর ভিসা বাতিল (Visa Revoked) করা হতে পারে। এমনকি পরিস্থিতি গুরুতর হলে সংশ্লিষ্ট পড়ুয়াকে সরাসরি দেশ থেকেও বহিষ্কার (Deportation) করাও হতে পারে।
ভিসা অধিকার নয়, একটি ‘সুবিধা’
এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে দূতাবাস মনে করিয়ে দিয়েছে যে, মার্কিন ভিসা পাওয়া কোনো স্থায়ী অধিকার নয়, বরং এটি একটি ‘বিশেষ সুবিধা’ (Privilege)। ওই পোস্টে বলা হয়, “মার্কিন আইন ভাঙলে আপনার স্টুডেন্ট ভিসার ওপর তার মারাত্মক প্রভাব পড়তে পারে। যদি আপনি গ্রেপ্তার হন বা কোনো আইন লঙ্ঘন করেন, তবে আপনার ভিসা প্রত্যাহার করা হতে পারে। শুধু তাই নয়, এর ফলে আপনি ভবিষ্যতে আর কখনও আমেরিকার ভিসার জন্য আবেদন করার যোগ্য নাও থাকতে পারেন।”
কেন এই কঠোর অবস্থান? US Embassy student visa warning
বিশেষজ্ঞদের মতে, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার বর্তমানে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছে, এই সতর্কতা তারই অংশ।
কঠোর অভিবাসন নীতি: গত সপ্তাহেই এইচ-১বি (H-1B) এবং এইচ-৪ ওয়ার্ক ভিসার আবেদনকারীদের জন্য অনুরূপ হুঁশিয়ারি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, অভিবাসন বিধি লঙ্ঘন করলে বড় ধরনের অপরাধমূলক শাস্তির মুখে পড়তে হবে।
পড়ুয়াদের ওপর প্রভাব: বর্তমানে লক্ষ লক্ষ ভারতীয় ছাত্রছাত্রী আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। ট্রাফিক আইন থেকে শুরু করে স্থানীয় যেকোনো ছোটখাটো অশান্তিতে জড়িয়ে পড়লে এখন থেকে তাঁদের কেরিয়ার চিরতরে শেষ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হলো।
বার্তা ও বিশ্লেষণ
ট্রাম্প প্রশাসনের আমলে ছাত্র ভিসা এবং এইচ-১বি ভিসা পাওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি জটিল ও কঠোর করা হয়েছে। দূতাবাসের এই আকস্মিক ঘোষণাটি আসলে অভিবাসীদের প্রতি মার্কিন প্রশাসনের জিরো-টলারেন্স নীতিরই প্রতিফলন। ভারতের শিক্ষা বিশেষজ্ঞদের মতে, বিদেশের মাটিতে থাকাকালীন ভারতীয় ছাত্রছাত্রীদের এখন স্থানীয় আইনকানুন সম্পর্কে অনেক বেশি সচেতন ও সতর্ক থাকা জরুরি। কারণ, একটি মাত্র ভুল তাঁদের সারাজীবনের স্বপ্ন নষ্ট করে দিতে পারে।
Bharat: US Embassy in India warns student visa holders: violating US laws or getting arrested can lead to visa revocation and deportation. Under the Trump administration’s strict immigration policy, a US visa is a privilege that can be permanently lost.




