‘উনহে কাশ্মীর চাহিয়ে, হামে উনকা সর’-‘উরি’র পরিচালকের বার্তা পৌঁছল সীমান্তে

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি (Pahalgam Terror Attack) হামলার পর কাঁপছে ভূস্বর্গ কাশ্মীর। ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। চারদিকে উঠছে…

URI Director Aditya Dhar Reacts to Pahalgam Terror Attack: "They Want Kashmir, We Want Their Heads

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি (Pahalgam Terror Attack) হামলার পর কাঁপছে ভূস্বর্গ কাশ্মীর। ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। চারদিকে উঠছে একটাই প্রশ্ন—জঙ্গিরা এত বড় হামলা কীভাবে চালাল? সেই সঙ্গে তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়ার ঝড় উঠেছে রাজনৈতিক মহল, সাধারণ মানুষ ও বলিউডের অন্দরেও। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-(Pahalgam Terror Attack) এর পরিচালক আদিত্য ধর সরাসরি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

আদিত্য লিখেছেন, “উনহে কাশ্মীর চাহিয়ে, অউর হামে উনকা সর। (Pahalgam Terror Attack) ” বাংলায় যার অর্থ, “ওদের কাশ্মীর চাই, আর আমাদের চাই ওদের মাথা।” এই মন্তব্যে তাঁর কঠোর অবস্থান স্পষ্ট—জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে এবার আর শুধু প্রতিবাদ নয়, চাই কঠোর প্রত্যাঘাত।

Advertisements

উরি সিনেমার মাধ্যমে সার্জিক্যাল স্ট্রাইকের (Pahalgam Terror Attack) পটভূমি দেশবাসীর (Pahalgam Terror Attack) সামনে তুলে ধরেছিলেন আদিত্য। সেই ঘটনার প্রতিচ্ছবিই যেন আবার ফিরে এল তাঁর এই মন্তব্যে। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ তাঁর এই বক্তব্যের প্রতি সমর্থন জানান। অনেকে মন্তব্য করেন, “এটাই হওয়া উচিত ভারতের জবাব।”

জম্মু-কাশ্মীর উত্তপ্ত, সেনা-জঙ্গি গুলির লড়াই

পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলা। সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ের (Pahalgam Terror Attack) খবর পাওয়া গিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেনা অভিযান চালায় উধমপুরের একটি ঘন জঙ্গলে ঘেরা এলাকায়। এই জায়গাগুলি এমনিতেই দুর্গম, তার উপর জঙ্গিরা আগে থেকেই লুকিয়ে থাকায় অভিযান চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

সেনা সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে অন্তত দুই থেকে তিন জন জঙ্গি নিহত হয়েছে। তবে এখনও পুরো এলাকা ‘ক্লিয়ার’ হয়নি। এই অভিযানের সঙ্গে পহেলগাঁও হামলার কোনও সরাসরি যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে আরও অনুমান, একই জঙ্গি গোষ্ঠী এই হামলার পেছনে থাকতে পারে।

জনমনে আতঙ্ক, জবাব চায় দেশ

পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর জম্মু-কাশ্মীর জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অনেক পর্যটক আগেভাগেই ফিরতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারাও চরম উদ্বেগে রয়েছেন—কখন আবার কোথায় নতুন করে হামলা হয়, কেউ জানে না।

এই পরিস্থিতিতে দেশবাসীর (Pahalgam Terror Attack) মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। বহু মানুষের মত, এবার কেবল নিন্দা নয়, চাই কড়া প্রত্যাঘাত। কেন্দ্রীয় সরকারের কাছে দাবি উঠছে, সীমান্তের ওপার থেকে যে ধরনের হামলা পরিকল্পিতভাবে চালানো হচ্ছে, তার উপযুক্ত জবাব দেওয়া হোক।

বলিউডের তরফেও এই বিষয়ে একের পর এক প্রতিক্রিয়া আসছে। অভিনেতা, পরিচালক, গায়ক—প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে আদিত্য ধরের মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে, কারণ তিনি নিজেই একবার ভারতীয় সেনার ‘জবাবি হামলা’র ইতিহাস তুলে ধরেছেন বড়পর্দায়। তাঁর সেই অভিজ্ঞতা এবং বাস্তবতার নিরিখেই তাঁর এই কড়া বার্তা যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) রক্তাক্ত চিহ্ন এখনও মুছে যায়নি। তার মাঝেই জম্মু-কাশ্মীরের উধমপুরে ফের গুলির শব্দ। চারদিকে উদ্বেগ, উৎকণ্ঠা আর প্রশ্ন—আর কত? দেশ এখন শুধু সান্ত্বনা নয়, দেখতে চায় সাহসী সিদ্ধান্ত, কার্যকর পদক্ষেপ। আর আদিত্য ধরের এক লাইনের বার্তায় যেন সেই জনমনের দাবিই প্রতিফলিত—“ওদের কাশ্মীর চাই, আর আমাদের চাই ওদের মাথা।”