আগামী লোকসভা ভোটের জন্য পিছিয়ে গেল সিভিল সার্ভিসের প্রিলিমসের পরীক্ষা। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই বিষয়ে জানিয়েছে যে এইবছর সিভিল সার্ভিসের পরীক্ষা ২৬ মে হওয়ার কথা ছিল যা পরিবর্তিত হয়ে ১৬ জুন হবে।
সিভিল সার্ভিস কমিশন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে যে, ” আগামী লোকসভা ভোটের সময় সূচীর কারণে সিভিল সার্ভিসের পরীক্ষা সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্রসঙ্গত সারা দেশে লোকসভা ভোট শুরু হবে আগামী ১৯ এপ্রিল এবং আগামী ১ জুন পর্যন্ত চলবে।৪ জুন হবে ভোট গণনা। সারা দেশে যতগুলো সরকারী পরীক্ষা হয় তার মধ্যে সবচেয়ে কঠিন বলে মনে করা হয় এই সিভিল সার্ভিস পরীক্ষাকে। ২০২৪ সালে সিভিল সারভিসে মোট ১০৫৬ শূন্যস্থান আছে বলে জানা গিয়েছে।