RBI-এর নিয়মে বিরাট বদল, OTP ছাড়াই ১ লক্ষ টাকা পর্যন্ত UPI পেমেন্ট

No OTP needed for UPI payments up to Rs 1 lakh

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক UPI অটো ডেবিট লেনদেনের ক্ষেত্রে বড় স্বস্তি দিল। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক OTP ভিত্তিক রেকারিং পেমেন্টের সীমা বাড়াতে চলেছে। ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অর্থ হ’ল ১ লক্ষ টাকা পর্যন্ত অর্থ প্রদানের জন্য ওটিপির প্রয়োজন হবে না। তবে RBI এই সুবিধাটি কেবল মাত্র কিছু অর্থ প্রদানের জন্য প্রয়োগ করবে। সব ধরনের পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) শুক্রবার ঘোষণা করেছে যে তারা অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়াই নির্দিষ্ট লেনদেনের জন্য UPI অটো পেমেন্ট সীমা বাড়াতে চলছে। ঘোষণা অনুযায়ী, ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্টের জন্য ওটিপির প্রয়োজন হবে না। এই নতুন সীমা শুধুমাত্র মিউচুয়াল ফান্ড সাবস্ক্রিপশন, বীমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং ক্রেডিট কার্ড পরিশোধের জন্য প্রযোজ্য হবে। বর্তমানে, ১৫,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যায়।

   

পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অর্থপ্রদানের জন্য এতদিন পর্যন্ত ইউপিআই লেনদেনের সীমা ছিল ১ লক্ষ টাকা। শুক্রবার (৮ ডিসেম্বর), এই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল বলে জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। শুক্রবার তিনি বলেছেন, “এর ফলে উপভোক্তারা শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উচ্চ পরিমাণের ইউপিআই পেমেন্টগুলি করতে পারবেন।”

এদিন মুদ্রানীতি কমিটির ফলাফল ঘোষণা করেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছেন, কিছু সময় বাদে-বাদেই ইউপিআই লেনদেনের বিভিন্ন বিভাগের সীমাগুলি পর্যালোচনা করা হয়। পরিস্থিতি অনুযায়ী, সেগুলির পরিবর্তন করা হয়। এর পাশাপাশি, ফিনটেক সেক্টরকে সমর্থন প্রদানের উদ্দেশ্যে একটি ‘ফিনটেক রিপোজিটরি’ স্থাপন করার কথা ঘোষণা করেছে আরবিআই । শক্তিকান্ত দাস বলেছেন, “২০২৪ সালের এপ্রিলে বা তার আগে রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব এই রিপোজিটরি চালু করবে। ফিনটেক সংস্থাগুলিকে এই রিপোজিটরিতে, স্বেচ্ছায় প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে বলা হবে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements