উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটে সব মিলিয়ে মোট ৫৯ টি বিধানসভা কেন্দ্র। বিজেপি এবং অন্যদিকে বিরোধী সমাজবাদী পার্টির মধ্যে মূল লড়াই।
এই পর্বের ভোটে গুরুত্বপূর্ণ এলাকা লখিমপুর খেরি। এখানকার বিধানসভা ও সংলগ্ন এলাকায় কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার মতো বিতর্কিত ঘটনার প্রভাব পড়তে চলেছে ভোটে। লখিমপুর খেরিতে কৃষক খুনে মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর অজয় সিং টেনির পুত্র আশিস সিং জামিন পাওয়ায় বিতর্ক আরও। কৃষক আন্দোলনের জেরে ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার বিতর্কিত আইন ফেরত নিয়েছে।
চতুর্থ দফার ভোটে হেভিওয়েট কেন্দ্রের মধ্যে রয়েছে লখিমপুর খেরি, লখনউ। গতবারের পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে এই এলাকার মোট ৫৯ টি কেন্দ্রের মধ্যে বিজেপি ৫১ টিতে জয়লাভ করে। সমাজবাদী পার্টি জয়ী হয় চারটি আসনে। আর বহুজন সমাজ পার্টি তিনটি আসনে জয়ী হয়েছিল। আপনা দলের ঘরে ছিল একটি আসন। এবার এই ৫৯ টি বিধানসভা আসনে মোট ৬২৪ জন প্রার্থী আছেন।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
