নাগাড়ে বৃষ্টি, উত্তরাখণ্ডে মৃত ৫

উত্তরকাশীর ধারালী-বিপর্যয়ের পর এবার প্রবল বর্ষণে বিধ্বস্ত উত্তরাখণ্ডের বাসকেদার এবং জাখোলি এলাকা। হড়পা বান আর ধ্বসের কবলে ৩০-৪০ টি পরিবার। শুক্রবারের ভারী বৃষ্টিতে প্রাণ গিয়েছে…

নাগাড়ে বৃষ্টি, উত্তরাখণ্ডে মৃত ৫

উত্তরকাশীর ধারালী-বিপর্যয়ের পর এবার প্রবল বর্ষণে বিধ্বস্ত উত্তরাখণ্ডের বাসকেদার এবং জাখোলি এলাকা। হড়পা বান আর ধ্বসের কবলে ৩০-৪০ টি পরিবার। শুক্রবারের ভারী বৃষ্টিতে প্রাণ গিয়েছে ৫ জনের, নিখোঁজ ১১। রাস্তা ভেঙে যাওয়ায় একাধিক গ্রামের বিদ্যুৎ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোররাত ৩.৪৫ নাগাদ শুরু হওয়া বৃষ্টির জেরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে চেনাগড় এবং তালজামুন অঞ্চল।

ভেঙে গিয়েছে ঘরের ছাদ, একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে, বহু গৃহপালিত পশু মারা গিয়েছে বলে সূত্রের খবর। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল এবং রাজস্ব আদায়কারী আধিকারিকদের সাহায্যে ইতিমধ্যেই প্রায় ২০০ জন মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

   

মাপোটায় এক দম্পতির মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৫ টি বাড়ি। অন্যদিকে, বাগেশ্বরের কাপকোট তহসিলের পৌসারি গ্রামে ধ্বসের জেরে ৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রুদ্রপ্রয়াগের জাখোলিতে সারিতা দেবী নামক এক মহিলার মৃত্যু হয়েছে। চেনাগড়ে নিখোঁজ ৮। চামোলি জেলায় এক দম্পতির মৃত্যু হয়েছে। তাঁদের নাম কমলা দেবী এবং তাঁরা সিং বলে সূত্রের খবর।

Advertisements

বাগেশ্বরে মৃত্যু হয়েছে বাচুলি এবং বসন্ত দেবী নামে দুই মহিলার, নিখোঁজ ৩। রুদ্রপ্রয়াগে গত ২৪ ঘণ্টায় ৯৪.৯ মিমি, বাগেশ্বরে ৮৪.৬ মিমি এবং চামোলিতে ৭২.৩ মিমি রেকর্ড বৃষ্টিপাত হয়েছে বলে মৌসম বিভাগ (IMD) জানিয়েছে। বিপর্যয় মোকাবিলা (NDRF) এবং পুনর্বাসন সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাহায্য পাঠানো মুশকিল হয়ে পড়েছে।

তিনি বলেন, “একটি গ্রামের প্রায় ৩০ টি পরিবার জলের তোড়ে ভেসে গিয়েছে। আগামীকাল জল কমলে আশা করছি তাঁদের উদ্ধার করতে পারব”। অন্যদিকে, চামোলি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিবেক প্রকাশ বলেন, “উদ্ধারকাজ চলছে। বিপজ্জনক নন্দা নগর এলাকা থেকে বেশ কিছু পরিবারকে আমরা নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছি”। সরকারের তরফ থেকে পাহারবাসীকে “সচেত” অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। যার মাধ্যমে দুর্যোগের পূর্বাভাস এবং দ্রুত জবাব পাওয়া যাবে।