লাগাতার জঙ্গি হামলা, কাশ্মীরে স্ট্র্যাটেজি বদল করল সেনা

কাশ্মীরে লাগাতার জঙ্গি হামলার মাঝেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় সেনা (Indian Army)। আচমকা কাশ্মীরে স্ট্র্যাটেজি বদল করল সেনা। এমনটাই জানালো করল সরকার। আজ রবিবার জম্মু…

indian army

কাশ্মীরে লাগাতার জঙ্গি হামলার মাঝেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় সেনা (Indian Army)। আচমকা কাশ্মীরে স্ট্র্যাটেজি বদল করল সেনা। এমনটাই জানালো করল সরকার।

আজ রবিবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে দাঁড়িয়ে বড় মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেছেন, “নিরাপত্তা বাহিনী তাদের কৌশল পরিবর্তন করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমাদের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।”

   

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় কাশ্মীরের অনন্তনাগে সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে দুই ভারতীয় সেনা জওয়ান আহত হয়েছেন। শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। বিকেলে এই গুলির লড়াইয়ে দুই জওয়ান শহিদ হন এবং তিন জওয়ান আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘন জঙ্গলের মধ্যে এই এনকাউন্টার চলে। এই ঘটনাকে কেন্দ্র করে এখনও অবধি উপত্যকায় এক চাপা উত্তেজনা কাজ করছে। তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এর আগে অনন্তনাগে এনকাউন্টার নিয়ে বিবৃতি দিয়েছিল সেনা। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার অনন্তনাগের কোকেরনাগের সাধারণ এলাকায় ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযান শুরু করে। এই এনকাউন্টার চলাকালীন দু’জন সুরক্ষা কর্মী আহত হয়েছে এবং তাদের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।