BJP: ৪০০ নয়, অনেক কম আসন পাচ্ছে বিজেপি! মন্তব্য খোদ কেন্দ্রীয় মন্ত্রীর

লোকসভা ভোটে গোটা দেশে ৪০০ আসন (BJP) জেতার টার্গেট নিয়েছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যে জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ…

union-minister-bjp-leader-hardeep-singh-puri-stated-that-the-bjp-is-projected-to-secure-between-340-and-350-seats

লোকসভা ভোটে গোটা দেশে ৪০০ আসন (BJP) জেতার টার্গেট নিয়েছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যে জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা।

পাঁচ দফাতেই বিজেপি আসনসংখ্যা ৩৫০ পেরিয়ে গিয়েছে বলে দাবি করেছেন তাঁরা। এরই মধ্যে বিজেপির সিট নিয়ে বিরাট ভবিষ্যতবাণী করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, বিজেপি গোটা দেশে ৩৪০ থেকে ৩৫০টি আসন পেতে পারে।

   

অর্থাৎ, এটা স্পষ্ট যে ৪০০ নয়, তার চেয়ে অনেক কম আসন পেতে চলেছে গেরুয়া শিবির। খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে সেরকমই ইঙ্গিত মিলেছে। ফলে প্রশ্ন উঠছে, ৪০০ পারের স্লোগান কি শুধুই প্রচারের জন্য বলা হচ্ছে?

PM Modi: তাঁর উত্তরসূরি কে? ভোট-ষষ্ঠীর আগে বিরাট ঘোষণা মোদীর

আজ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ বলেন, আমার মনে হচ্ছে আমরা (বিজেপি) ৩৪০ থেকে ৩৫০টি আসন পেতে পারি। তবে এখনও অনেক আসনে ভোট বাকি আছে। তাই এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এবারের নির্বাচনে বিজেপি পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গকে। ২০১৯ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ১৮টি আসন পেয়েছিল। এবার গেরুয়া শিবিরের টার্গেট ৩০ থেকে ৩৫টি আসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহরা প্রচারে এসে তেমনটাই বলছেন।

Lok Sabha Election: ভোটের তিনদিন আগে গ্রেফতার মেদিনীপুরের হেভিওয়েট বিজেপি নেতা

যদিও বাংলায় গেরুয়া শিবির ঠিক কতগুলি আসন পাবে, তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তাঁর কথায়, আমাদের পর্যালোচনা অনুযায়ী পশ্চিমবঙ্গ খুবই ‘optimistic’।

রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন, উত্তর প্রদেশ হয়ে দিল্লিতে পৌঁছতে হয়। অর্থাৎ, ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তর প্রদেশে যে দল বেশি আসন পায়, দিল্লি মসনদ তাদের দখল করার সম্ভাবনা তত বাড়বে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপি ৬২টি আসন পেয়েছিল। এবার সেই সংখ্যাটা আরও বাড়তে চলেছে, এমনটাই দাবি হরদীপের। তিনি বলেন, উত্তর প্রদেশে গতবারের তুলনায় বিজেপি ৬ থেকে ৮টি আসন বেশি পাবে।

অন্য রাজ্যগুলিতে বিজেপির ফল কেমন হতে পারে, সেই ইঙ্গিতও দেন পুরী। তাঁর কথায়, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গনার মতো রাজ্যগুলিতে আমাদের ফল অনেক ভালো হবে। কিন্তু কিছু জায়গা এমন আছে, যেখানকার ফলাফল নিয়ে আমরা চিন্তিত।

Suvendu Adhikari: বিরাট বিপদে রাজ্য পুলিশ! বড়সড় পদক্ষেপ করলেন শুভেন্দু অধিকারী 

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে পাঁচ দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।