বাজেটের বাটখারা: কী কমল আর কী বাড়ল

করোনা অতিমারির মাঝেই মঙ্গলবার সংসদে পেপারলেস বাজেট (Union Budget 2022) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। এবারের বাজেটে কী কী পেশ হতে চলেছে…

বাজেটের বাটখারা: কী কমল আর কী বাড়ল

করোনা অতিমারির মাঝেই মঙ্গলবার সংসদে পেপারলেস বাজেট (Union Budget 2022) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। এবারের বাজেটে কী কী পেশ হতে চলেছে সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন। মধ্যবিত্তদের জন্য কিছুটা স্বস্তি দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

বাজেটের বাটখারা: কী কমল আর কী বাড়ল

কেন্দ্রীয় অর্থমন্ত্রক অনুযায়ী…

সস্তা হচ্ছে পোশাক ও চামড়াজাত দ্রব্য।
দাম কমছে মোবাইল ফোন, চার্জারের।
সস্তা হচ্ছে দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি।
চিংড়ি মাছ চাষে বিশেষ ছাড়ের প্রস্তাব।
কর দাতাদের রিটার্ন ফাইলের বাড়তি সুযোগ।
কমল কর্পোরেট ট্যাক্স।
দাম বাড়ছে ইস্পাতজাত দ্রব্যের।
সস্তা হচ্ছে জুতো, হীরের গয়না।
বিশেষভাবে সক্ষমদের বাড়তি কর ছাড়।

দাম কমল মেথানলের। 

Advertisements

দাম বাড়ল ছাতার। 

দামী হল জ্বালানী 

এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, কর্পোরেট ট্যাক্স ১৮ থেকে কমে ১৫ শতাংশ করা হল। ক্রিপ্টো কারেন্সিতে আয়ে ৩০ শতাংশ কর। করোনাকালে কিছুটা সুরাহা মিলবে।’