বাজেট পেশ করে বিরাট রেকর্ড গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

বাজেট পেশ করে রেকর্ড (Union Budget 2024) গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। টানা সপ্তমবারের জন্য সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।…

বাজেট পেশ করে রেকর্ড (Union Budget 2024) গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। টানা সপ্তমবারের জন্য সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে এই রেকর্ড গড়লেন নির্মলা। এর আগে ভারতের অর্থমন্ত্রী হিসেবে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন।

এদিন সকাল পৌনে ৯টা নাগাদ নয়াদিল্লির নর্থ ব্লকে অর্থ মন্ত্রকের দফতরে পৌঁছলেন নির্মলা। বেগনি পাড়ওয়ালা ক্রিম রঙের শাড়ি পরেছেন তিনি। ২০২৪-২৫ অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধি ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। তাই সকলের নজর ছিল এই বাজেটের দিকে।

   

বাজেট পেশ করার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থমন্ত্রী। প্রথামাফিক তাঁকে মঙ্গলসূচক দই-চিনি খাওয়ালেন রাষ্ট্রপতি।

সীমান্ত পেরিয়ে শ্রীলঙ্কায় প্রবেশ! ৯ ভারতীয় জেলের করুণ পরিণতি

বাজেট প্রসঙ্গে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই বাজেট অমৃত কালের একটি গুরুত্বপূর্ণ বাজেট। এই বাজেট আমাদের পাঁচ বছরের যাত্রার দিক নির্ধারণ করবে এবং স্বপ্ন পূরণে সহায়তা করবে। ২০৪৭ সালে একটি উন্নত ভারতের ভিত্তি স্থাপন করবে এই বাজেট।

তিনি আরও বলেন, নির্বাচিত সব সাংসদ ও রাজনৈতিক দলগুলির কর্তব্য হল আগামী ৫ বছর দেশের জন্য লড়াই করা। আসুন আমরা আগামী ৪ থেকে সাড়ে ৪ বছর রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করি। ভোটের সময় যা করার করবেন, কিন্তু তার আগে পর্যন্ত ২০৪৭-এর স্বপ্ন পূরণের জন্য লড়াই করুন।

খেল দেখাল Indian Army, জওয়ানদের দাপটে পিছু হটল জঙ্গিরা