মতানৈক্য কাটিয়ে ফের ভারতের কাছাকাছি ফ্রান্স, বিপুল অস্ত্রের অফার প্যারিসের

ইউক্রেন ইস্যুতে ভারতের রাশিকে সমর্থন নিয়ে নয়াদিল্লির সঙ্গে কিছুটা মতানৈক্য হয়েছিল প্যারিসের। সেই কারণে গতবছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রথমে যোগ দিতে চায়নি ফ্রান্স। ভারতের…

underwater drone to nuke submarine record arms deal between India and France

ইউক্রেন ইস্যুতে ভারতের রাশিকে সমর্থন নিয়ে নয়াদিল্লির সঙ্গে কিছুটা মতানৈক্য হয়েছিল প্যারিসের। সেই কারণে গতবছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রথমে যোগ দিতে চায়নি ফ্রান্স। ভারতের দীর্ঘদিন সামরিক সহযোগী ফ্রান্স। কিন্তু সেই সময় দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন হওয়ায় ভারতের সমরাস্ত্রের বরাত হাতছাড়া হয় প্যারিসের। আর সেই সুযোগে ভারতের কাছে নিজেদের ঝাঁপি খুলে বসে আমেরিকা। ইজরায়েলের দিকে ঝোঁকে নয়াদিল্লি (India)। কিন্তু বছর ঘুরতেই এবার ভারতের শরনাপন্ন ফ্রান্স। 

চাপ বাড়ছে চিনের, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে চলেছে ভারত

   

এদিকে আমেরিকার থেকে অস্ত্র পাওয়ার আশায় যখন হাপিত্যেশ করে বসে নয়াদিল্লি, তখনই পাশে এসে দাঁড়াল ফ্রান্স। ভারতকে হাতিয়ার বিক্রির পাশাপাশি ১০০ শতাংশ প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে ইমানুয়েল ম্যাক্রনের দেশ। চলতি বছরেই নয়াদিল্লির সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলতে চাইছে ফরাসি প্রশাসন। যা চূড়ান্ত রূপ পেলে তিন ধরনের হাতিয়ার পাবে ভারতীয় ফৌজ।

প্রমাণ জমা দিক বিজেপি, খাড়গে ছুঁড়লেন চ্যালেঞ্জ!

সেগুলি হল, পরমাণু ডুবোজাহাজ (নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন), জলের নীচের ড্রোন এবং যুদ্ধবিমানের ১১০ কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন। সম্প্রতি নিস নৌঘাঁটিতে মহড়া চলাকালীন জলের নীচের ড্রোন ব্যবহার করে সারা দুনিয়াকে রীতিমতো তাক লাগিয়ে দেয় ফরাসি ফৌজ। বর্তমানে বিশ্বের খুব কম দেশের হাতে রয়েছে এই ‘আন্ডারওয়াটার ড্রোন’। শত্রুর উপর নজরদারি ও চুপিসারে হামলা, দু’টি কাজেই এগুলিকে ব্যবহার করা যায়। 

বাংলার শিল্পভাবনায় জোয়ার, টেক্সটাইল ক্লাস্টার নিয়ে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সাউথ ব্লক সূত্রে খবর, আগামী ৩০ সেপ্টেম্বর ফ্রান্সের সঙ্গে এবিষয়ে আলোচনা করতে প্যারিস যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখানে অস্ত্র চুক্তির পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধেও আলোচনা হবে দু-দেশের মধ্যে।