Bihar: ভাগলপুরে ১৭শো কোটি টাকার সেতু হুড়মুড়িয়ে ভাঙল

বিহারের (bihar) ভাগলপুরে বড় দুর্ঘটনা ঘটেছ। গঙ্গার ওপর নির্মিত সুলতানগঞ্জ-আগুয়ানী চার লেনের সেতু আবার নদীতে তলিয়ে গেছে।

৩০টিরও বেশি স্ল্যাব অর্থাৎ সেতুর প্রায় 100 ফুট নদীতে পড়ে গেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। খাগড়িয়া ও ভাগলপুর জেলার মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই সেতুটি নির্মাণ করা হচ্ছিল।

   

এলাকাবাসী তাদের মোবাইলে সেতু ধসের ঘটনা রেকর্ড করেছে। এই সেতুর খরচ প্রায় 1750 কোটি টাকা এবং এটি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের স্বপ্নের প্রকল্প। এই সেতুর একটি অংশও গত বছরের এপ্রিলে ধসে পড়েছিল।

বিপুল অর্থের নয়ছয় হয়েছে সেতু রূপায়ণে। এমনই অভিযোগ। নির্মাণ কাজে বিস্তর গলদ নিয়ে চলছে বিতর্ক। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন