Cash Seized: গাড়ি উল্টাতেই থরে থরে ছড়িয়ে পড়ল টাকা, উদ্ধার ৭ কোটি

পুলিশের চোখে ধুলো দিয়ে গাড়ি করে চলছিল কোটি কোটি টাকা পাচার (Cash Seized)। দুর্ঘটনার ফলে উল্টে যায় গাড়িটি। রাস্তায় পড়ে যায় বেশ কিছু কার্ড বোর্ডের…

Cash-Seized

পুলিশের চোখে ধুলো দিয়ে গাড়ি করে চলছিল কোটি কোটি টাকা পাচার (Cash Seized)। দুর্ঘটনার ফলে উল্টে যায় গাড়িটি। রাস্তায় পড়ে যায় বেশ কিছু কার্ড বোর্ডের বাক্স। সেই বাক্সগুলি টাকায় ভর্তি ছিল। পুলিশ গিয়ে সেই টাকা বাজেয়াপ্ত করে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৭ কোটি। গাড়িটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল। লোকসভা ভোটের দু’দিন আগে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার নল্লাজারলা মণ্ডলের অনন্তপল্লী এলাকায় টাকা ভর্তি ওই গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক। এর ফলে গাড়িটি উল্টে যায়। তখন এলাকার বাসিন্দারা দেখেন, গাড়িটিতে ৭টি বাক্স রয়েছে। টাকায় ঠাসা ছিল সেগুলি। মোট ৭ কোটি টাকা ছিল বাক্সগুলিতে। দুর্ঘটনার ফলে গাড়ির চালক আহত হয়েছেন। তাঁকে গোপালপুরম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা স্পষ্ট নয়।

   

Brij Bhushan Singh: বড় ধাক্কা বিজেপির ‘দাপুটে’ নেতা ব্রিজভূষণের, দিল্লি আদালতের চার্জ গঠন

পুলিশ তদন্ত শুরু করেছে এবং নগদ অর্থের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। আগামী সোমবার, ১৩ মে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। সেদিনই অন্ধ্রপ্রদেশের ২৫ আসনের ভোট। আর তার ঠিক আগেই ভোটমুখী রাজ্যে উদ্ধার হল প্রায় ৭ কোটি টাকা। 

Amit Shah: সঙ্গেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বললেন অমিত শাহ?

এর আগে বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের গরিকাপাড়ুতে নাকা তল্লাশি চালানোর সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয় প্রায় ৮ কোটি টাকা। পুলিশ গোপন সূত্রে খবর পায়, ট্রাকে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। শুরু হয় নাকা তল্লাশি। সেই সময় একটি ট্রাকের ভেতর প্রচুর ৫০০ টাকার নোট দেখতে পান পুলিশকর্মীরা। ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটি গুন্টুরে যাচ্ছিল। 

Kunal Ghosh: ‘বাংলায় তৃণমূলের আসনসংখ্যা হবে…’, চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের