ইউক্রেন নিয়ে শাঁখের করাত অবস্থা ভারতের। আমেরিকা ও রাশিয়া, দুই বন্ধু দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবার নিজের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। ইউক্রেন সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনাই যে সবচেয়ে ভালো রাস্তা, তা এদিন জানিয়ে দেওয়া হয়েছে। রাশিয়া ভারতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত বলেছে এক্ষেত্রে “শান্ত ও গঠনমূলক কূটনীতি” প্রয়োজন। উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ এড়ানো উচিত বলেও মন্তব্য করেছে ভারত। এরপরই রাশিয়ার দূতাবাসের তরফে টুইট করে জানানো হয়েছে, ভারতের ভারসাম্যপূর্ণ, নীতিগত এবং স্বাধীন মন্তব্যকে তারা স্বাগত জানায়। বৃহস্পতিবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি একথা স্পষ্ট করেন। পাশাপাশি অবিলম্বে উত্তেজনা কমানোর দিকে জোর দিয়েছেন তিনি।
এদিকে নয়াদিল্লিতে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিও বলেছেন যে ভারত অবিলম্বে উত্তেজনা হ্রাস করার পক্ষপাতী। কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধানের পথ ভারত সমর্থন করে বলে জানিয়েছেন তিনি। ইউক্রেনে ভারতীয় নাগরিকদের তথ্য ও সহায়তা প্রদানের জন্য বুধবার বিদেশ মন্ত্রক (MEA) একটি কন্ট্রোল রুম খুলেছে। এছাড়া, ইউক্রেনের ভারতীয় দূতাবাস ভারতীয়দের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইনও চালু করেছে।