Jammu-Kashmir: সেনা জঙ্গি লড়াইয়ে মৃত ২, এখনও চলছে গুলির শব্দ

উত্তর কাশ্মীরের বারামুল্লায় ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে সেনাবাহিনী। উরি(URI) সেক্টরের সবুরা নালা একালায় দুই অনুপ্রবেশকারীকে হত্যা করেছে ভারতীয় সেনা এবং জম্বু কাশ্মীর…

uri

উত্তর কাশ্মীরের বারামুল্লায় ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে সেনাবাহিনী। উরি(URI) সেক্টরের সবুরা নালা একালায় দুই অনুপ্রবেশকারীকে হত্যা করেছে ভারতীয় সেনা এবং জম্বু কাশ্মীর পুলিশ। এখন গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

   

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র থেকে জানা গিয়েছে, শুক্রবার ভোরবেলা পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীরা উরির রুস্তম পোস্টে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করে। সেনাবাহিনীর ৫ জম্মু কাশ্মীর রাইফেলের সৈন্যরা তাদের পিছু হটতে বলে। তা না হলে শুরু হয় গুলিবর্ষণ। এতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এক সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।

Advertisements

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আন্তর্জাতিক সীমান্ত থেকে নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর দ্বারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনীর তরফে জানা গিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News