ছত্তিশগড়ের রাজনন্দগাঁওতে (Rajnandgaon) ফের বড়সড় মাওবাদী হামলার (Naxalite Attack) ঘটনা সামনে এসেছে। নকশাল হামলায় শহিদ হয়েছেন দুই জওয়ান৷ পুরো বিষয়টি রাজনন্দগাঁও জেলার বোরতালাভ থানা এলাকার ঘটেছে৷ যেখানে বোরতালাভ থানা সংলগ্ন গোন্দিয়া মহারাষ্ট্র সীমান্তে অবস্থিত চেকপোস্টে ডিউটি করার সময় হঠাৎ জঙ্গল থেকে আসা মাওবাদীরা পুলিশ স্টেশন জওয়ানদের উপর গুলি চালায়।
এই হামলায় দুই জওয়ান শহিদ হয়েছেন৷ যার মধ্যে রাজেশ হাভালদার এবং ললিত কনস্টেবল হিসাবে শনাক্ত করা হয়েছে জওয়ানদের। ডিএসপি মাওবাদী অপারেশনস অজিত ওংরে জানান, সকাল ৮টা থেকে সাড়ে ৮টা নাগাদ জওয়ানরা বোর্টলাভ থানা এলাকার বোর্টলাভ গোন্দিয়া সীমান্তে একটি মোবাইল চেকপোস্ট বসিয়েছিল। যানবাহন তল্লাশি চলছিল। এ সময় আচমকাই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। গুলিবর্ষণে শহিদ হয়েছেন দুই জওয়ান, মোটরসাইকেলও জ্বালিয়ে দিয়েছে নকশালরা।
অন্যদিকে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে, মাওবাদীদের সংখ্যা এবং কী পদ্ধতিতে ঘটনাটি ঘটিয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ।