Jammu and Kashmir: ৫ সেনা শহীদের বদলায় জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি

Dual Encounters in Jammu and Kashmir: Two Militants Killed in Rajouri and Baramulla

শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরি এবং বারামুল্লায় দুটি পৃথক এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি। প্রসঙ্গত, শুক্রবার সকালে সেনা জঙ্গির গুলির লড়াইয়ে রক্তাক্ত হয়ে ওঠে ভূস্বর্গ। রাজৌরির ঘন জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় আইইডি বিস্ফোরণে ৫ সেনা জওয়ান নিহত হন।

এক সেনা কর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঊর্ধ্বতন আধিকারিক ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালান।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, বারামুল্লার এসএসপি আমোদ অশোক নাগপুরে বলেছেন ‘জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এরপর বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। সেই সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।

   

আমাদের দিকে পালটা গুলি চালানো হলে গুলিতে এলইটি-র এক জঙ্গি নিহত হয়। আসন্ন জি ২০ শীর্ষ সম্মেলনকে সামনে রেখে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী’।

নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি AK 47 রাইফেল, প্রচুর গোলাবারুদ। জানা গিয়েছে নিহত ২ জঙ্গির নাম আবিদ ওয়ানি এস এবং মহম্মদ রফিক ওয়ানি। ইতিমধ্যেই সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও ঘটনাস্থলে পৌঁছেছেন। শুক্রবারে পাঁচ সেনা জওয়ান নিহত হওয়ার ঘটনায় আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজৌরি সফর করবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন