মাথার দাম ৫ লক্ষ! আত্মসমর্পণ করল দুই মাওবাদী কম্যান্ডার

রাইপুর: অস্ত্র ত্যাগ করে সমাজের মূলস্রোতে আরও দুই মাওবাদী (Maoist) কমান্ড্যার। বুধবার ঝাড়খন্ডের লাতেহারে এক সাব জোনাল মাওবাদী কম্যান্ডার ও ঝাড়খন্ড জন মুক্তি পরিষদের একজন কম্যান্ডার আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ। সাব জোনাল মাওবাদী কম্যান্ডারের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

Advertisements

গুমলা জেলার সাব-জোনাল কম্যান্ডারকে ব্রজেশ যাদব ওরফে রাকেশ জি এবং লাতেহার জেলার এরিয়া কম্যান্ডারকে অবধেশ লোহরা ওরফে রোহিত লোহরা হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ সুপার কুমার গৌরব বলেন, “জেজেএমপির দুই সক্রিয় মাওবাদী (Maoist) আজ আত্মসমর্পণ করেছে।

   

ব্রজেশ যাদবের বিরুদ্ধে ১০টি মামলা বিচারাধীন রয়েছে। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। তিনি গুমলায় সাব-জোনাল কম্যান্ডার হিসেবে কাজ করছিলেন।” পুলিশ সুপার আরও জানান, লাতেহারের হেরহাঞ্জ এলাকার অবধেশ লোহরাও আত্মসমর্পণ করেছেন। তাঁর বিরুদ্ধে মোট ৫ টি মামলা বিচারাধীন রয়েছে।

Advertisements

মাওবাদী (Maoist) নেতারা মূলত রাজ্য সরকারের ‘নয়ি দিশা’ (নতুন দিশা) প্রকল্পের তত্ত্বাবধানে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার কুমার গৌরব। তাঁদের পরিবারকে এই প্রকল্পের আওতায় থাকা সব সুবিধা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, পালামু রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল (আইজি) শৈলেন্দ্র কুমার সিনহা বলেছেন, “এটি লাতেহার পুলিশের জন্য একটি বড় সাফল্য। পুলিশ এবং জনসাধারণের যৌথ প্রচেষ্টার ফলস্বরূপ দুই চরমপন্থী আত্মসমর্পণ করেছে।”