কোমর ভাঙল মাওবাদীদের, পুলিশের সামনে আত্মসমর্পণ করল দুজন

মাওবাদী দমন অভিযানে নতুন করে ব্যাপক সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। এবার মাথার দাম ৮ লক্ষ টাকা থাকা দুজন সক্রিয় মহিলা মাওবাদী নিরাপত্তারক্ষীদের কাছে আত্মসমর্পণ করলেন। জানা…

মাওবাদী দমন অভিযানে নতুন করে ব্যাপক সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। এবার মাথার দাম ৮ লক্ষ টাকা থাকা দুজন সক্রিয় মহিলা মাওবাদী নিরাপত্তারক্ষীদের কাছে আত্মসমর্পণ করলেন।

জানা গিয়েছে, প্রমীলা সুখরাম বোগা এবং অখিলা শঙ্কর পুডো নামে দুই কট্টর মহিলা মাওবাদী আজ বৃহস্পতিবার গড়চিরোলি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। দু’জনেরই মাথার দাম ৮ লক্ষ টাকা ছিল। উল্লেখ্য, গত ২২ জুন গড়চিরোলিতে সরকারের কাছে আত্মসমর্পণ করে এক কুখ্যাত মাওবাদী কমান্ডার ও তাঁর স্ত্রী। জানা গিয়েছে, মাওবাদী কার্যকলাপে জড়িত মাওবাদী কমান্ডার গিরিধরের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। তবে তাঁরা সরকারের কাছে আত্মসমর্পণ করে।

   

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে আত্মসমর্পণ করেন গিরিধর ও তাঁর স্ত্রী। উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তাঁদের হাতে ভারতীয় সংবিধানের কপি তুলে দেন এবং তাঁদের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন উপর মুখ্যমন্ত্রী । এক পুলিশ আধিকারিক জানান, ‘মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে স্ত্রী-সহ আত্মসমর্পণ করেন অভিযুক্ত মাওবাদী নাংসু তুমরেতি ওরফে গিরিধর।’

তাঁর স্ত্রী সঙ্গীতা উসেন্দি ওরফে ললিতার নামে ১৭টি মামলা রয়েছে এবং তাঁর মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা। দুজনেই এক কথায় ত্রাস ছিলেন। ১৯৯৬ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র ইটাপল্লি দালামে যোগ দেওয়া গিরিধর গড়চিরোলিতে নিষিদ্ধ আন্দোলনের কার্যকলাপের প্রধান।