নয়াদিল্লি: কয়েক ঘণ্টার মধ্যেই ফের বয়ান পরিবর্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবার ভারত-রাশিয়া-চিন সখ্যতা নিয়ে খোঁচা মেরে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে “চিনের অতল অন্ধকারে ভারত-রাশিয়াকে হারালাম” পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই ভারতের সঙ্গে আমেরিকার “বিশেষ বন্ধুত্বের” সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করলেন ট্রাম্প।
তিনি বলেন, “চিন্তার কোনও কারণ নেই। আমি সর্বদা মোদীর বন্ধু থাকব”। বস্তুত, আমেরিকা ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক বসানোর পর থেকে বিশ্বের রাশিয়া, চিন, জাপানের মত অন্যান্য শক্তিধর দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে মনোযোগ দিয়েছে ভারত। আর তারই মধ্যে একের পর এক বয়ানবাজি করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
গতকাল ট্রাম্পের বাণিজ্য সচিব ফের হুমকির সুরে বলেন, “এক-দুই মাসের মধ্যেই ক্ষমা চাইবে ভারত। তারপর ট্রাম্প সিদ্ধান্ত নেবেন মোদীর সঙ্গে কীভাবে বোঝাপড়া করা যায়”। এর কয়েক ঘণ্টা পর ‘ভারতের সঙ্গে সম্পর্কের কি পুনর্মূল্যায়ন করতে প্রস্তুত আমেরিকা?’ সংবাদসংস্থার তরফে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি সর্বদা প্রস্তুত। নরেন্দ্র মোদী খুব ভালো প্রধানমন্ত্রী। আমি সবসময় ওনার বন্ধু থাকব।”
সেইসঙ্গে ট্রাম্প আরও বলেন, “তবে আমি জানি না, উনি এই মুহূর্তে কি করছেন! ভারত-আমেরিকার সম্পর্ক খুব দৃঢ়। সেই বিষয়ে কোনও দ্বিমত নেই।” বস্তুত, মার্কিন শুল্ক-ত্রাসের আবহে রাশিয়া, চিনের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করাকে ইঙ্গিত করেই এই উল্লেখ করেন ট্রাম্প।
“চিনের কাছে ভারত রাশিয়াকে হারানো”র মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে, ট্রাম্প বলেন, “আমার মনে হয় না, আমরা ভারতকে হারিয়েছি। আমি শুধু হতাশ যে রাশিয়ার কাছ থেকে ভারত এত বিপুল পরিমাণে তেল কিনছে। আমি ভারতের উপর চড়া শুল্ক চাপিয়েছি। ৫০% শুল্ক অনেক চড়া শুল্ক”। রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার বিষয়ে ট্রাম্প যে ক্ষুব্ধ, শুক্রবার সেই কথা জানান হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট।
“চিনের কাছে হারালাম” পোস্ট
তিয়ানজিনে এসসিও সামিটে মোদী-পুতিন-জিনপিং এর একসঙ্গে তোলা একটি ছবি নিজের ট্রুথ সোশ্যালে শুক্রবার পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুটা ব্যাঙ্গের সুরে সেই পোস্টে লেখেন, “মনে হচ্ছে, অতল, অন্ধকার চিনের কাছে ভারত-রাশিয়াকে হারালাম”। বস্তুত, ট্রাম্পের শুল্ক-ত্রাসের আবহে বিশ্বের তিন শক্তিধর দেশের নেতাদের একত্রিত হওয়াকে “এক নতুন পৃথিবীর” সূচনা বলে আখ্যায়িত করা হচ্ছে।
যদিও এই আবহে একের পর এক মার্কিন প্রেসিডেন্টের খোঁচা, হুমকি মূলক বয়ান এলেও, ভারত তার পরিপ্রেক্ষিতে মন্তব্য করা থেকে দূরে রয়েছে। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দেন, “ট্রাম্পের পোস্টের প্রেক্ষিতে আমার কিছু বলার নেই”।