বিজেপি শাসিত ত্রিপুরায় রক্তাক্ত পঞ্চায়েত ভোট, বহু বাঙালি ঘরছাড়া

বাঙালি অধ্যুষিত ত্রিপুরায় (Tripura) শাসক বিজেপির হামলা রুখে রাজনৈতিক সংঘর্ষে নেমেছেন বিরোধীপক্ষ সিপিআইএমের সমর্থকরা। পঞ্চায়েত ভোটের আগে আশঙ্কা মিলিয়ে জ্বলতে শুরু করেছে ত্রিপুরা। নিরাপত্তাহীন পঞ্চায়েত…

বাঙালি অধ্যুষিত ত্রিপুরায় (Tripura) শাসক বিজেপির হামলা রুখে রাজনৈতিক সংঘর্ষে নেমেছেন বিরোধীপক্ষ সিপিআইএমের সমর্থকরা। পঞ্চায়েত ভোটের আগে আশঙ্কা মিলিয়ে জ্বলতে শুরু করেছে ত্রিপুরা। নিরাপত্তাহীন পঞ্চায়েত ভোট রক্তাক্ত। ভোট আদৌ হবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে।

Advertisements

গত ২০১৮ সালে টানা ২৫ বছরের বাম জমানার পরিবর্তন হয়েছে ত্রিপুরায়। ক্ষমতায় এসেছে বিজেপি। পরিবর্তনের সেই বছর থেকে বারবার রাজনৈতিক সংঘর্ষে অগ্গিগর্ভ সিপাহীজলা জেলার বিশালগড়। এবারের পঞ্চায়েত ভোটেও একই পরিস্থিতি। ধলাই জেলার গন্ডাছড়া রক্তাক্ত। বহু লোক বাড়ি ঘর ছাড়া। পরিস্থিতি থমথমে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়ন। বহু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

এক উপজাতি যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত গণ্ডাছড়া। এই ঘটনার জেরে এলাকার বাঙালিরা আক্রান্ত। সংঘর্ষ থামাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ এবং বিএসএফ জওয়ান।এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।  ১৪৪ ধারা উপেক্ষা করেই হামলা চলছে।

রহস্যময় রত্নভাণ্ডারের দরজা খোলার সানডে সাসপেন্স! পুরীর মন্দিরে এবার হাজির সাপুড়েরাও?

ত্রিপুরা পুলিশ জানিয়েছে, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে একজনের মৃত্যু ঘটেছে। কিছু অসামাজিক উপাদান এই ঘটনাকে ঘৃণা উসকে দেওয়ার এবং অগ্নিসংযোগ ও লুটপাটের মতো অপরাধ করার জন্য ব্যবহার করছে। ত্রিপুরার সমস্ত নাগরিককে জানানো যাচ্ছে যে, পাঁচজনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করেছে। যে কোনও সাম্প্রদায়িক মন্তব্য পোস্ট করা, শেয়ার করা বা প্রকাশ করা থেকে বিরত থাকুন, কারণ এটি BNS এবং IT আইন অনুযায়ী অপরাধ বলে বিবেচিত হবে। এই আদেশের কোনও বিচ্যুতি কঠোরভাবে মোকাবিলা করা হবে।

ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনে বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি ও ওয়েব কাস্টিং ব্যবস্থা থাকছে না বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। আগামী ৮ আগস্ট রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ১১ জুলাই জারি হয়। এর পর থেকেই রাজৈতিক সংঘর্ষ শুরু হয়েছে ত্রিপুরায়।

চিনকে বলে বলে টেক্কা ‘বিশ্বগুরু’ ভারতের, শতাব্দীজুড়েই বাজিমাত দিল্লির

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জুলাই। তবে নির্বাচনে নিরাপত্তার বিষয়ে উঠেছে প্রশ্ন। রক্তাক্ত ভোটের মুখে দাঁড়িয়ে ত্রিপুরা। শাসক বিজেপি বনাম সিপিআইএমের মূল লড়াই। আগরতলায় বিরাট মিছিল করে বাম প্রার্থীরা জেলা পরিষদের সবকটি আসনে মনোনয়ন জমা দেন। অভিযোগ, পঞ্চায়েত স্তরে মনোনয়ন জমা দিতে গেলে বিজেপি সমর্থকরা হামলা শুরু করে। পাল্টা তেড়ে যান বাম সমর্থকরা। সংঘর্ষ ছড়িয়েছে। দুপক্ষের একাধিক জখম।