Tripura: লক্ষাধিক সমর্থক জুটিয়ে বাম সরকার গড়ার বার্তা মানিকের, জনসভা বাতিল করলেন মোদী

আসন্ন বিধানসভা ভোটের আগে প্রথম রাজনৈতিক জনসমাবেশ করে ত্রিপুরায় (Tripura) ফের বামফ্রন্ট সরকার গড়বে এমনই বার্তা দিল বিরোধী দল সিপিআইএম (CPIM)। আগরতলার (Agartala) আস্তাবল ময়দানে…

Tripura: লক্ষাধিক সমর্থক জুটিয়ে বাম সরকার গড়ার বার্তা মানিকের, জনসভা বাতিল করলেন মোদী

আসন্ন বিধানসভা ভোটের আগে প্রথম রাজনৈতিক জনসমাবেশ করে ত্রিপুরায় (Tripura) ফের বামফ্রন্ট সরকার গড়বে এমনই বার্তা দিল বিরোধী দল সিপিআইএম (CPIM)। আগরতলার (Agartala) আস্তাবল ময়দানে এই সমাবেশ ঘিরে উত্তর পূর্বের বাংলাভাষী প্রধান রাজ্যটিতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্ক আরও উস্কে গেল সরকারে থাকা বিজেপির (BJP) পরবর্তী সমাবেশ প্রধানমন্ত্রী মোদী (Modi) বাতিল করায়।

সিপিআইএমের কটাক্ষ ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে গত বিধানসভা ভোটে ক্ষমতায় এসেছিল বিজেপি জোট। সেই প্রতিশ্রুতিপত্র ভিশন ডকুমেন্ট এখন বিজেপিকেই তাড়া করছে। প্রধানমন্ত্রী মোদী তাঁর জনসভা এড়িয়ে গেছেন কেন তাও স্পষ্ট।

ত্রিপুরার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি কিছু বিশেষ কাজের জন্য আগরতলার কর্মসূচি বাতিল করেছেন। তিনি পরে আসবেন।

শুক্রবার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে বিরোধী দল সিপিআইএম আগরতলার আস্তাবল ময়দানে সমাবেশ করে। পুরো রাজ্য থেকে সমর্থকরা জড়ো হন সমাবেশে।

Tripura: লক্ষাধিক সমর্থক জুটিয়ে বাম সরকার গড়ার বার্তা মানিকের, জনসভা বাতিল করলেন মোদী

Advertisements

সমাবেশে ভাষণ দেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। সমাবেশ থেকে বিরোধী দলনেতা ও প্রাক্তন মু়খ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যবাসী বুঝে গেছেন পরিস্থিতি। বিজেপি জোট সরকারের আমলে কর্মসংস্থানে বিপুল সংকোচন ও রাজনৈতিক হিংসার অভিযোগ টেনে তিনি বলেন, বিজেপির সরকার বিদায় করতে রাজ্যবাসী প্রস্তুত।

ত্রিপুরা রাজ্য সিপিআইএমের তরফে বার্তা দেওয়া হয়, আসন্ন বিধানসভা ভোটে বিজেপির বিদায় সময়ের অপেক্ষা।