বিজেপি বিধায়ক বিধানসভায় অশ্লীল ছবি দেখার ঘটনায় ত্রিপুরা (Tripura) সরগরম। বিরোধী দলনেতার দাবি ওই বিধায়ককে বরখাস্ত করা হোক। এদিকে শাসকদলের অস্বস্তি বাড়ছে। আর মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়েও বিতর্ক চলছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি বিধায়কের মোবাইলে অশ্লীল ছবি সেই ছবিতে আঙুল বুলিয়ে যাচ্ছেন বিজেপি বিধায়ক।
ত্রিপুরার বিজেপি বিধায়ক যাদব লাল নাথ বিধানসভার অধিবেশনেই তার মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিলেন।সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। শাসক দলকে কটাক্ষ করে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার দাবি, ওই বিজেপি বিধায়কের আসনটি গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করতে হবে। তার এমন কটাক্ষে আগরতলার রাজনীতি সরগরম। ত্রিপুরার বিরোধী দল তিপ্রা মথা।
বিধানসভায় অশ্লীল ভিডিও দেখা বিধায়ক যাদব লাল নাথের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। এমনই জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। অভিযুক্ত বিধায়ক বাগবাসা কেন্দ্র থেকে নির্বাচিত। তিনি এবারই প্রথমবার বিধায়ক হয়েছেন। তিনি জানিয়েছেন, একটা লিংক মোবাইলে চলে এসেছিল।
অধিবেশন চলাকালীন অশ্লীল ভিডিও মন দিয়ে দেখতে থাকা বিজেপি বিধায়ক যাদব লাল নাথকে কি সরানো দল থেকে এমনই প্রশ্ন ঘুরছে। এর আগে কর্নাটকের বিধানসভায় বিজেপি বিধায়ক অশ্লীল ভিডিও দেখতে গিয়ে ধরা পড়েন। তার পদ খারিজ করা হয়।
বিধানসভার মধ্যে বিধায়কের অশ্লীল ভিডিও দর্শনের মুহূর্ত দেখে তীব্র অস্বস্তিতে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা।