Tripura Election 2023: ত্রিপুরায় ক্ষোভের আগুনে জ্বলছে শাসক বিজেপির একাধিক কার্যালয়

ত্রিপুরা বিধানসভা (Tripura Election 2023) ভোটে শাসক দল বিজেপির প্রার্থী তালিকা ঘিরে প্রবল ক্ষোভ এ রাজ্যের বি়ভিন্ন বিধানসভা আসনেই

ত্রিপুরা বিধানসভা (Tripura Election 2023) ভোটে শাসক দল বিজেপির প্রার্থী তালিকা ঘিরে প্রবল ক্ষোভ এ রাজ্যের বি়ভিন্ন বিধানসভা আসনেই

একলা লড়াই করার বার্তা দিয়েও শেষ মুহূর্তে ৫টি আসন আইপিএফটি উপজাতি দলকে ছেড়ে বাকি ৫৪টি আসনে লড়াই করছে বিজেপি। ত্রিপুরা বিধানসভা (Tripura Election 2023) ভোটে শাসক দল বিজেপির প্রার্থী তালিকা ঘিরে প্রবল ক্ষোভ এ রাজ্যের বি়ভিন্ন বিধানসভা আসনেই। সমর্থকরা হামলা করছেন। আগুন ধরিয়ে দিচ্ছেন দলীয় দফতরগুলিতে। পরিস্থিতি অগ্নিগর্ভ। নামানো হয়েছে বিরাট নিরাপত্তা বাহিনী।

Advertisements

শনিবার বিজেপি তালিকা প্রকাশ করে। পরে জানানো হয় ৫টি আসন দেওয়া হবে আইপিএফটিকে। এর পর শুরু হয় ক্ষোভ। দলীয় কর্মীরা তালিকা না মেনে নিয়ে একাধিক কেন্দ্রে হামলা শুরু করেন। অন্যদিকে প্রার্থী নিয়ে ক্ষোভ ছড়ায় কংগ্রেসের মধ্যেও।

বিজ্ঞাপন

জানা যাচ্ছে, বামফ্রন্টের সাথে ১৩টি আসনে সমঝোতা হলেও চারটি আসনে বাড়তি প্রার্থী দেয় কংগ্রেস। এই আসনগুলিতে জোটের বন্ধুত্বপূর্ণ লড়াই হবার সম্ভাবনা। তবে জটিলতা কাটানোর উদ্যোগ নিচ্ছে সিপিআইএম।