Tripura Election 2023: ‘Exit Poll’ বের হতেই বিজেপির হাসি চওড়া, একাধিক এলাকায় ভোট সন্ত্রাস শুরু

ত্রিপুরা ও বাকি দুই রাজ্য মেঘালয়, নাগাল্যান্ড বিধানসভার ভোট শেষের পর Exit Poll বের হয়েছে। একাধিক সংস্থার সমীক্ষা বলছে ত্রিপুরায় সরকার ধরে রাখছে বিজেপি।

Tripura Election 2023 post poll violence

ত্রিপুরা ও বাকি দুই রাজ্য মেঘালয়, নাগাল্যান্ড বিধানসভার ভোট শেষের পর Exit Poll বের হয়েছে। একাধিক সংস্থার সমীক্ষা বলছে ত্রিপুরায় সরকার ধরে রাখছে বিজেপি। বিরোধী হিসেবেই থাকছে বাম জোট। সমীক্ষা বের হতেই রাজ্যের শাসক দল বিজেপির হাসি চওড়া। যদিও ভোটের পরই মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেন বিপুল জয় হবে। সোমবার এক্সিট পোল বের হওয়ার পরই হাসি চওড়া বিজেপির।

এদিকে এক্সিট পোল বের হওয়ার আগে রবিবার রাত থেকেই বিক্ষিপ্ত হামলা চলছে ত্রিপুরায়। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা হামলায় জড়িত। এক চাকরিচ্যুত শিক্ষককে খুন করার চেষ্টা করা হয়। অভিযোগ ওই ব্যক্তি বাম সমর্থক হওয়ায় তাঁর উপর হামলা করেছে বিজেপির বাইক বাহিনী। খোয়াই, কমলাসাগ থেকে পরপর হামলার ঘটনা আসছে। জখম একাধিক।

এক্সিট পোল বের হওয়ার পর আগরতলায় কংগ্রেসের তরফে সুদীপ রায় বর্মণ জানান, ফলাফল উল্টো হবে। দলীয় কর্মী সমর্থকদের ধৈর্য্য ধরতে বলেন তিনি। অন্যদিকে বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী জানান, এক্সিট পোলে বিজেপির জয় দেখানো হবে তা পূর্ব পরিকল্পিত। বাম সমর্থকদের সতর্ক থাকার বার্তা দেন তিনি।

ত্রিপুরার বিধানসভা নির্বাচন নিয়ে গোটা দেশে চলেছে রাজনৈতিক বিশ্লেষণ। বারবার এ রাজ্যের ভোট ও ভোট পরবর্তী পরিস্থিতি রাজনৈতিক সংঘর্ষ চর্চিত হচ্ছে।