Tripura Election 2023 : গণপ্রহারের ভয়াবহ মুহূর্ত ত্রিপুরায়, আক্রান্ত বিজেপি অভিযুক্ত সিপিআইএম

ত্রিপুরার নির্বাচন (Tripura Election 2023) পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ তীব্রতর হয়ে গেল। ভোটের আগে যেভাবে বিক্ষিপ্ত হামলায় অভিযুক্ত ছিল শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা৷ সামাজিক মাধ্যমে ধরা পড়েছে, কুমারঘাটে বিজেপি কর্মীদের গণপিটুনি দিচ্ছে সিপিআইএম সমর্থকরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে গণপ্রহার।

Tripura election 2023 post poll violence bjp cpim clash

ত্রিপুরার নির্বাচন (Tripura Election 2023) পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ তীব্রতর হয়ে গেল। ভোটের আগে যেভাবে বিক্ষিপ্ত হামলায় অভিযুক্ত ছিল শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। ভোটের পরেও শাসক দলের বাইক বাহিনীর বিরুদ্ধে বারবার হামলার অভিযোগ উঠেছে। তবে শনিবারের পরিস্থিতি আরও ঘোরালো। এবার বাম সমর্থকদের গণপ্রহারে জখম বিজেপি সমর্থকরা। এই ঘটনার কেন্দ্র কুমারঘাট।

সামাজিক মাধ্যমে ধরা পড়েছে, কুমারঘাটে বিজেপি কর্মীদের গণপিটুনি দিচ্ছে সিপিআইএম সমর্থকরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে গণপ্রহার। এর পাশাপাশি কুমারঘাটে কংগ্রেস কার্যালয়ে আগুন ধরানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেন উত্তেজিত কংগ্রেস সমর্থকরা।

   

ভোট পরবর্তী ত্রিপুরার হিংসাত্মক পরিস্থিতি আরও বড় আকার নিতে চলেছে বলেই আশঙ্কা। নিরাপত্তা বাহিনীর নীরবতা নিয়েই প্রশ্ন উঠেছে। ইভিএম লুঠের চেষ্টা রুখতে গিয়ে কয়েকজন জওয়ান ও পুলিশকর্মী জখম হয়েছেন। একের পর এক বিধানসভা কেন্দ্রে সংঘর্ষ ছড়াচ্ছে।

রাজ্যের অন্যতম সংঘর্ষ কবলিত এলাকা বিশালগড়। অভিযোগ ভোটারদের ভোট না দিতে হুমকি দিয়েছিল বিজেপি আশ্রিত বাইক বাহিনী। ভোট মিটতেই শুরু হয় হামলা। একাধিক বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার অভিযোগ, সিপিআইএম ও কংগ্রেস পুরনো কায়দায় রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিশালগড় পরিদর্শন করে বলেন, টাকা দিয়ে বিজেপি ভোট কিনতে চেয়েছিল। যারা টাকা দিয়ে প্রলুব্ধ করেছিল তারাও ভোট দেয়নি। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, প্ররোচনায় পা না দিতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন